আফগানিস্তানকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে আত্মতুষ্টিতে না ভোগার জন্য সতীর্থদের পরামর্শ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের সীমিত ওভারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই খেলতে নামছে ইংল্যান্ড। এরই মধ্যে প্রথম পর্বে নামিবিয়া ও স্কটল্যান্ডের মতো দলগুলোও দারুণ খেলছে। তাদের দেখেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মঈন।


তিনি বলেন, ‘শনিবার আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ এবং আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা এরই মধ্যে দেখেছি শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমাদের খেলায় পূর্ণ মনোযোগ রাখতে হবে এবং এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে নিজেদের সেরাটা না দিতে পারলে মাশুল দিতে হবে।‘


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। এরপর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা অধরাই থেকে যায় ইংলিশদের।


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

এবারও তারা ভালোভাবে আসর শুরু করতে চায়। নিজেদের লক্ষ্য নিয়ে মঈন বলেন, ‘এরকম সীমিত ওভারের ক্রিকেটে আপনি কাউকেই হালকাভাবে দেখতে পারেন না। গত বছর আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু পেয়েছিলাম। এবারও আমরা এমনই শুরু চাই।‘


আফগানিস্তান দলে রশিদ খানের মতো বিশ্বমানের স্পিনার রয়েছেন। সেই সঙ্গে আরও কয়েকজন ম্যাচ উইনার রয়েছেন। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ দলের ভুয়সী প্রশংসা করেছেন মঈন। তিনি জানিয়েছেন আফগানদের বিপক্ষে লড়াইয়ের জন্য তৈরি তাদের দল।


মঈন বলেন, ‘রশিদ খান একজন বিশ্বমানের ক্রিকেটার। তাদের বেশ কয়েকজন সম্ভাবনাময় ম্যাচ উইনার আছে এবং শনিবার দুই দলই লড়াইয়ের জন্য নামবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball