ড্রেসিংরুমে আমাদের আত্মবিশ্বাস অসাধারণ: শানাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা
১৮ এপ্রিল ২৫
আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের এশিয়া কাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা। এরপরের তিন ম্যাচে আর হারের মুখ দেখেনি তারা। গ্রুপ পর্বের আরেক ম্যাচে বাংলাদেশকে হারানোর পর সুপার ফোরে আফগানিস্তান ও ভারতকে হারিয়েছে দলটি। দলের এমন টানা জয়ে ফাইনালে এক পা দিয়েও রেখেছে দলটি। দলের এমন পারফরম্যান্সে দারুণ খোশমেজাজে আছেন দাসুন শানাকা। শ্রীলঙ্কার অধিনায়ক জানিয়েছেন, ড্রেসিং রুমের আবহটাও দারুণ।
নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাত্র ১০৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ম্যাচটি তারা হারে আট উইকেটের বড় ব্যবধানে। তারপরের ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশকে দুই উইকেটে হারায় তারা।
এরপর সুপার ফোরের প্রথম দুই ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে এবং ভারতকে ছয় উইকেটে হারায় শানাকাবাহিনী। অসাধারণ সব পারফরম্যান্সের কারণে দারুণ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দল।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শানাকা বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের আত্মবিশ্বাস অসাধারণ। প্রথম ম্যাচের পর আমাদের মধ্যে ভালো আলাপ হয়েছিল, আমরা জানি আমরা কী করতে পারি।’
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
২৩ মে ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক হাফ সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা। ৪১ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস আসে ভারতের অধিনায়কের ব্যাটে। তার হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৩ রান তোলে ভারত।
ব্যাটিংয়ে শুরু থেকে দাপট দেখিয়ে এই লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা। দলটির হয়ে পাথুম নিশাঙ্কা ৩৭ বলে ৫২, কুশল মেন্ডিস ৩৭ বলে ৫৭, ভানুকা রাজাপাকশে ১৭ বলে অপরাজিত ২৫ এবং শানাকা ১৮ বলে অপরাজিত ৩৩ রান করেন।
এই ম্যাচ নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘পাথুম ও কুশল চমৎকারভাবে ছন্দ তৈরি করেছিল। পরে রাজাপাকসা ও আমি রান তাড়া করলাম। বোলাররা কিছু সময় ভালো বল করেছিল। দিলশানকে কৃতিত্ব দিতে হয় এবং থিকশানাকেও। তারা সত্যিই ভালো বল করেছে। ব্যাটসম্যানরা তাদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেছিল। কিন্তু আমরা ভালোই করেছি।’