promotional_ad

কেউ বলেনি ভাই রিভিউটা নেন: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

ব্যাটাররা কাজটা করে দিয়ে এসেছিলেন। পরবর্তী দায়িত্বটা ছিল বোলারদের। কিন্তু সেখানেই অংক মেলেনি বাংলাদেশের। সঙ্গে যুক্ত হয় বাজে ফিল্ডিং, ক্যাচ মিস ও ওয়াইড-নো বলের মিছিল। এমনকি উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমও কুশল মেন্ডিসের ব্যাটে বল লাগার শব্দ শুনতে পারেননি, কেউ আবেদনও করেনি। এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, রিভিউ নেয়ার জন্য কেউ তাকে বলেনি। 


১৮৫ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের শুরুতেই চেপে ধরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেছিলেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে কুশল মেন্ডিস ড্রাইভ করলে বল চলে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা গ্লাভসে পেয়েছিলেন মুশফিক। কিন্তু ধরে রাখতে পারেননি। 



promotional_ad

২ রানে জীবন পেয়ে ভয়ংকর হয়ে উঠেন কুশল। সপ্তম ওভারে কুশল আরেকবার জীবন পান। শেখ মেহেদির বলে উইকেটরক্ষক মুশফিক ক্যাচ নিলে সাজঘরে ফিরছিলেন লঙ্কান এই ব্যাটার। কিন্তু আম্পায়ার তাকে দাঁড়াতে বলেন। ‌‘নো’ বল চেক করে দেখা যায়, ওভারস্টেপিং করেছেন মেহেদি।


তৃতীয় জীবন পাওয়ার বেলায় কুশল এবাদতকে ‍পুল করলে লেগ দিয়ে বল চলে গিয়েছিল উইকেটরক্ষক মুশফিকের হাতে। আবেদনও হয়েছিল। কিন্তু আম্পায়ার সে আবেদন নাকচ করে দেন। বাংলাদেশি ফিল্ডাররাও বুঝতে পারেননি বল ব্যাটে স্পর্শ লেগেছে কিনা। পরে স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লেগেই গেছে মুশফিকের হাতে।


এসব ছোট ছোট ভুলেরই বড় খেসারৎ দিতে হয়েছে বাংলাদেশকে। ২ উইকেটে ম্যাচ হারের পর মুশফিকের আবেদন না করা নিয়ে সাকিব বলেন, 'কেউই শুনেনি আসলে। এখন কি বলব। আমি তো কাভারে ছিলাম। মিড উইকেট, শর্ট মিড উইকেটে যে ছিল কেউই বলেনি যে ভাই নেন রিভিউ। বা রিভিউটা নেয়া যায় কিনা।' 



ক্রিকেট খেলাটা বাঙালি মাথার চেয়ে বেশি মন দিয়ে খেলে। এটাতে পরিবর্তন আনার অঙ্গিকার জানিয়ে সাকিব বলেন, 'আমরা অনেক আবেগপ্রবণ দল। এই একটা জায়গায় আমাদের উন্নতি করতে হবে। খেলাটা মাথা দিয়ে খেলতে হবে, বাড়তি মন দিয়ে নয়'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball