শেষ ওভারে ১৫ রান লাগলেও অসুবিধা ছিল না পান্ডিয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’

৩ জুন ২৫
মুম্বাইয়ের জার্সিতে হার্দিক পান্ডিয়া

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারাতে শেষ ওভারে ভারতের দরকার ছিল ৭ রান। হার্দিক পান্ডিয়ার ছক্কার সৌজন্যে দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচ শেষে জয়ের নায়ক হার্দিক জানালেন, শেষ ওভারে ১৫ রান প্রয়োজন হলেও সমস্যা ছিল না তার।


পাকিস্তানের হয়ে শেষ ওভারটি করেছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। প্রথম বলেই তাকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন রবীন্দ্র জাদেজা। নতুন ব্যাটার হিসেবে দিনেশ কার্তিক এসেই একটি সিঙ্গেল নেন।


promotional_ad

তারপর স্ট্রাইকে দাঁড়ানো হার্দিক ওভারের তৃতীয় বলটি ডট দেন। তিন বলে তখন দরকা?? ছয় রান। ডট খেলে ইশারা দিয়ে কার্তিককে হার্দিক বুঝিয়ে দেন, 'আমি দেখছি, সমস্যা নেই'! পরের বলেই দারুণ এক ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।


আরো পড়ুন

৮ বছর পর টেস্ট দলে ডসন

১৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের হয়ে অনুশীলনে লিয়াম ডসন

ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘এ ধরনের রান তাড়ায় আপনাকে সব সময় ওভার ধরে ধরে খেলতে হবে। আমি জানতাম ওদের একজন তরুণ বোলার আছে। এ ছাড়া একজন বাঁহাতি স্পিনারও (নওয়াজ) আছে।’


‘আমাদের তো মাত্র ৭ রান প্রয়োজন ছিল। যদি ১৫ রানও লাগত, আমি সুযোগ নিতাম। আমি জানি ২০তম ওভারে বোলারই আমার চেয়ে বেশি চাপে থাকবে। আমি জিনিসগুলো সহজভাবে করার চেষ্টা করি।’


১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৭ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন হার্দিক। এর আগে বল হাতে ২৫ রান খরচায় তিন উইকেট নেন তিনি। সবমিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন হার্দিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball