আক্রমণাত্মক ক্রিকেটে অভ্যস্ত হয়ে উঠতে চাই: রাহুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড
১৪ জুলাই ২৫
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল ভারতের। সেই ব্যর্থতার পর খেলার ধরনে পরিবর্তন আনার পরিকল্পনা করে দল। মাঠের ক্রিকেটে স্বাধীনতার পাশাপাশি আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দেয় টিম ম্যানেজমেন্ট। এমন পরিকল্পনা দলের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন লোকেশ রাহুল। তার মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই ধরনের ক্রিকেটে অভ্যস্ত হয়ে উঠতে চান তারা।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে এবার আরও একটি বড় আসর এশিয়া কাপ। আজ থেকে শুরু হতে যাওয়া এই আসরে ফেভারিট তকমা নিয়েই খেলতে নামছে ভারত। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এশিয়া কাপও আরব আমিরাতের মাটিতে হওয়ায় শঙ্কাও আছে ভারতের।

মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বাপের আগে আক্রমণাত্মক মনোভাবের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এশিয়া কাপকে বেছে নিয়েছে ভারত। তাই এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে দেখা যাবে নতুন ভারত দলকে এমনটাই জানিয়েছে রাহুল।
মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক
২ ঘন্টা আগে
তিনি বলেন, 'এই নতুন পরিকল্পনা (আক্রমণাত্মক কৌশল) সত্যিই আমাদের জন্য ভালো কাজ করেছে। দল যা চেয়েছিল এবং অধিনায়কের যা দরকার ছিল তা দলের প্রতিটি খেলোয়াড় বুঝতে পেরেছে, যা দলের জন্য ভালো। এ সম্পর্কে ইতোমধ্যেই খেলোয়াড়রা জানে। তাই বিশ্বকাপ আসার আগেই মাঠের ক্রিকেটে এটি প্রয়োগ করতে হবে এবং এতে নিজেদের অভ্যস্ত করে তুলতে হবে, এর জন্য কী করতে হবে তা সবাই জানে।'
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন রাহুল। তবে সেই চোট কাটিয়ে সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।
রাহুল বলেন, 'দুর্ভাগ্যবশত, তারপর থেকে আমি খুব বেশি টি-টোয়েন্টি খেলতে পারিনি, কিন্তু আমরা আইপিএল খেলেছি, এবং আমি একইভাবে (আক্রমণাত্মক মনোভাব নিয়ে) খেলেছি, আমি চেষ্টা করছি এটা ধরে রাখার এবং দলে অবদান রাখার। গত দুই-তিন মাস ধরে আমি খুব বেশি ম্যাচ খেলিনি এবং এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।'