promotional_ad

টি-টোয়েন্টিতে নিয়ে আলাদা করে ভাবছেন আর্থার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরও শ্রীলঙ্কাকে দ্বিতীয় শিরোপা জেতানোর জন্য ছক কষছেন মিকি আর্থার।    


বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা দলে কিছু সমন্বয় প্রয়োজন বলে মনে করেন এই কোচ। সেই সঙ্গে এই ফরম্যাটে একটি পথ খুঁজে বের করা দরকার বলে মনে করছেন তিনি।


গেল মাসে ওয়ানডেতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। কিন্তু টি-টোয়েন্টিতে উল্টো হোয়াইটওয়াশ হতে হয় তাঁদের। এর আগে সর্বশেষ ৭টি ম্যাচ টানা পরাজয়ের মুখ দেখেছে আর্থারের শিষ্যরা।



promotional_ad

আর্থার বলেন, 'আমাদের টি-টোয়েন্টি দলের এখনও কিছুটা ঘষামাজা করা দরকার। এটা শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে দেখা গেছে যাদের শক্তি আমাদের তুলনায় অনেক বেশি ছিল।'


'আমি মনে করি নিজেদের সম্পদের ওপর ভিত্তি করে ম্যাচ জেতার একটা পদ্ধতি তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ, যেটা সাধ্যের মধ্যে। এরপর নিশ্চিত করা দরকার পদ্ধতিটা নিয়ে আমাদের খেলোয়াড়রা বিভ্রান্তিতে নেই।'


শ্রীলঙ্কার আগে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। কিন্তু বিশ্বকাপের পর তাঁকে বরখাস্ত করে পিসিবি। এরপর গেল বছর ডিসেম্বরে শ্রীলঙ্কার দায়িত্ব নেন তিনি।


দায়িত্ব নিয়ে দলকে বড় সাফল্য এনে দিতে না পারলেও আর্থারের চোখ ছিল ইংল্যান্ড সিরিজে। কিন্তু করোনাভাইরাসের কারণে ঘরের মাঠের সিরিজটি স্থগিত হয়ে গেছে। যে কারণে হতাশ আর্থার।



আর্থার বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সত্যিই হতাশার। যদিও পরবর্তী সময়ে খেলা হবে। আমরা সবেমাত্র একটি ব্র্যান্ড তৈরি করেছি, যা দলের সব বিপক্ষে সফল হবে বলেই জানতাম। আশা করব, আমরা যে মোমেন্টাম তৈরি করেছি, আবার খেলা শুরু হলে আমাদের টেস্ট দল তা হারাবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball