promotional_ad

মাঞ্জরেকারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দিল বিসিসিআই

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাসের সংক্রামণের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর ১৭ দিন পিছিয়ে দিয়েছে বিসিসিআই। সেই সঙ্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজও বাতিল করা হয়েছে।


এসব ঘটনার মধ্যে সঞ্জয় মাঞ্জরেকারকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এমনটাই জানিয়েছে, ভারতের শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম বেঙ্গালোর মিরর।



promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচে ধারাভাষ্যের জন্য ছিলেন সুনীল গাভাস্কার, শিবরামকৃষ্ণ, মুরালি কার্তিকরা। সেখানে ছিলেন না ভারতের অভিজ্ঞ ধারাভাষ্যকার মাঞ্জরেকার।


ভারতের এই সংবাদমাধ্যমটির মতে, বিসিসিআই মাঞ্জরেকারের কাজে সন্তুষ্ট নয়। এ কারণে তাঁকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আসন্ন আইপিএলেও তাঁকে ধারাভাষ্যে দেখা যাবে না এর ফলে।


এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘তাকে মনে হয় আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকেও বাদ দেওয়া হবে। এখন এটা আমাদের চিন্তার বিষয় না। তবে মূল বিষয় হলো তার কাজে বিসিসিআই সন্তুষ্ট নয়।’



১৯৯৬ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন মাঞ্জরেকার। এরপর ধারাভাষ্যকেই পেশা হিশেবে বেঁছে নেন সাবেক এই ব্যাটসম্যান। ধারাভাষ্যে থেকেও বিভিন্ন সময় বাজে মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছেন তিনি। যা ভালো ভাবে নেয়নি বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball