রাসেলের ব্যাটে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে লঙ্কানদের হোয়াইটওয়াশের স্বাদ দিল ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। এবার সেই হারের বদলা নিল ওয়েস্ট ইন্ডিজ।
পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তারা ১৬ রানে আভিশকা ফার্নান্দোর উইকেট হারায়।
আরেক ওপেনার কুসল পেরেরা আউট হয়ে যান ১৫ রান করে। এরপর মিডল অর্ডারের বেশ কয়েকটি উইকেট হারিয়েছে লঙ্কানরা। অ্যাঞ্জেলো মাথুস ২৩ করে ফিরলে একসময় তাদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেট হারিয়ে ৯৫ রান।
হাসরঙ্গাও বেশিক্ষণ টিকতে পারেননি। যদিও সপ্তম উইকেটে থিসারা পেরেরা এবং দাসুন শানাকা অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়ে লঙ্কানদের দেড়শো পেরুনো সংগ্রহ এনে দেন।

শানাকা ৩১ এবং পেরেরা ২১ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। প্রথম ম্যাচে পাঁচ উইকেট পাওয়া পেসার ওশেন টমাস এদিন নিয়ন্ত্রিত বোলিংয়ে নেন একটি।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৯ রান করে ফিরে যান ল্যান্ডল সিমন্স। তৃতীয় ওভারে তাকে বোল্ড করে ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
এরপর শিমরন হ্যাটমায়ারকে নিয়ে ইনিংস গড়ায় মনোযোগ দেন আরেক ওপেনার ব্র্যান্ডন কিং। পাওয়ার-প্লের শেষ ওভারে লাসিথ মালিঙ্গাকে দুই ছক্কা ও একটি চারে তোলেন ১৯ রান।
২১ বলে ৪৩ রান করা কিংকে ফেরান কুমারা। তৃতীয় উইকেটে ৩৪ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন হ্যাটমায়ার ও রভম্যান পাওয়েল। ১৭ রান করে পাওয়েল ফেরার পর বাকি কাজটা সারেন হ্যাটমায়ার ও রাসেল।
শেষ দিকে ১৪ বলে ৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন রাসেল। ৪৩ রান করে অপরাজিত ছিলেন হ্যাটম্যায়ার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৫/৬ (পেরেরা ১৫, জয়াসুরিয়া ১৬, ম্যাথুস ২৩, শানাকা ৩১*, থিসারা ২১*; অ্যালেন ২/২৪, কটরেল ১/২৯)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭ ওভারে ১৫৮/৩ (কিং ৪৩, হ্যাটমায়ার ৪৩*, রভম্যান ১৭, রাসেল ৪০*; ম্যাথুস ১/২৬, কুমারা ১/৩৩)
ফল: ৭ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ