ব্রেক থ্রু এনে দিলেন বিপ্লব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৪১/৫ (২০ ওভার)
(নাঈম ৪৩, তামিম ৩৯; আফ্রিদি ১/২৩)
পাকিস্তানঃ ৮৩/৩ (১২ ওভার)

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। ধীরগতির শুরুর পর মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান না পাওয়ায় মাঝারি সংগ্রহে থামতে হয়েছে তাদের। জবাবে ব্যাটিং করছে পাকিস্তান।
ব্রেক থ্রু এনে দিলেন বিপ্লবঃ
তৃতীয় উইকেটে আহসান আলী এবং অভিজ্ঞ শোয়েব মালিক মিলে ৪৬ রান যোগ করেছেন। ব্যক্তিগত ৩৬ রানে আহসানকে শান্তর ক্যাচ বানিয়ে আউট করেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
অভিজ্ঞ হাফি???কে ফেরালেন মুস্তাফিজঃ
বাবর ফেরার পর আহসান আলীর সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মোহাম্মদ হাফিজ। এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ১৬ বলে ১৭ রান করা হাফিজের ক্যাচটি লুফে নেন আমিনুল ইসলাম।
শফিউলের প্রথম বলে বাবর আজম ফিরলেনঃ
মাঝারি লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় বলেই ফিরে যান বাবর আজম। তাঁর ক্যাচটি লুফে নিয়েছেন উইকেটরক্ষক লিটন দাস। এরপর রিভিউ নেন বাবর। কিন্তু বাঁচতে পারেননি তিনি।