promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে যুবাদের নাটকীয় টাই

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের দেয়া ২৫১ রানের লক্ষ্যে ২৫০ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।


বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার লিয়াম স্কট এবং স্যাম ফ্যানিং যোগ করেন ৬৬ রান।


ফ্যানিং ৪৬ রান করে রান আউট হলে এই জুটি ভাঙে। স্কট আউট হয়েছেন ৩৪ রান করে। মিডল অর্ডারে লাচলান হার্নে ৪১ রান করে জয়ের পথেই রেখেছিলেন অজিদের। শেষ দিকে কোরি কেলি ৪৪ রান করে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।


কিন্তু দ্রুত উইকেট হারাতে থাকলে জয় অধরাই থাকে অজিদের। শরিফুল ইসলামের করা শেষ দুই বলে এক রান নিতে পারলেই জিতে যেত অস্ট্রেলিয়া। ৪৩তম ওভারের পঞ্চম বলে তানভির সাংহাকে (২৩) শামিমের ক্যাচ বানিয়ে আউট করেন শরিফুল। 



promotional_ad

শেষ বলে টড মার্ফি (৬) রান আউট হয়ে ফিরলে ম্যাচটি টাই হয়। বাংলাদেশের হয়ে শরিফুল একাই নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন তানজিদ হাসান। ১টি করে উইকেট পেয়েছেন শাহীন আলম এবং তৌহিদ হৃদয়।


এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। এই দুজনে যোগ করেছেন ৭০ রান। তানজিদ ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে। 


ওয়ান ডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ১৫ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ওপেনার ইমন ৫২ রান করে মাঠ ছেড়েছেন চোট পেয়ে। এরপর একপ্রাত আগলে রেখে খেলেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।


অধিনায়ক আকবর (১২) দ্রুত ফিরে গেলেও হৃদয়কে দারুণ সঙ্গ দেন শামীম হোসেন। হৃদয় ৫৩ রান করে আউট হলেও শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রান করে। শেষ দিকে অভিষেক দাস আউট হয়েছেন ১১ রান করে।


কোনো রান না করেই অপরাজিত থাকেন তানজিম হাসান সাকিব। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু উইলান্স, কোরি ক্যালি এবং লিয়াম স্কট নিয়েছেন ১টি করে উইকেট। দুটি উইকেট পেয়েছেন টড মার্ফি।



সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ২৫০/৬ (৪৩ ওভার) (ইমন ৫২*, হৃদয় ৫৩, শামীম ৫৯*)


অস্ট্রেলিয়াঃ ২৫০/১০ (৪৩ ওভার) (ফ্যানিং ৪৬, হার্নে ৪১, কেলি ৪৪; শরিফুল ৪/৩৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball