ঠিক পথেই আছেন বিপ্লব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৯ রানে তাঁর শিকার ২ উইকেট। ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা কুড়িয়েছেন বিপ্লব। বাংলাদেশ দলপতি মনে করেন ঠিক পথেই আছেন এই তরুণ লেগি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'আমার মনে হয় ওর কনফিডেন্স লেভেলটা ভালো। ঠিক জায়গায় আছে, এটা যদি পরের ম্যাচে ফাইনালে কন্টিনিউ করতে পারে, আমাদের কয়েকটা উইকেট এনে দিতে পারে তাহলে আমাদের জন্য ভালো।'
মাহমুদউল্লাহ আগেই বিপ্লবকে বলেছিলেন, ভারতের বিপক্ষে ভালো করলে তাঁর আত্মবিশ্বাস বাড়বে। মূলত ভারতের ব্যাটিং সামর্থ্যের কথা ভেবেই এই কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। বিপ্লবের এই আত্মবিশ্বাস আগামী ম্যাচগুলোতে কাজে লাগবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর।
'আমি ওকে বলেছিলাম এমনকি এই সিরিজ শুরুর আগে যে এধরণের প্রতিপক্ষের বিপক্ষে যদি ভালো করতে পারো তোমার আত্মবিশ্বাসের লেভেলটা অনেক ভালো হবে। কারণ আমরা সবাই জানি ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী।'