রেকর্ড গড়েও পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার সালমাদের

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের মেয়েদের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে ১৫ রানের ব্যবধানে হেরেছে সালমা খাতুনের দল। এই ম্যাচে রেকর্ড রান সংগ্রহ করেও হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে বাংলাদেশ। গত বছর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫১ করেছিল বাংলাদেশের মেয়েরা।
যা এই ম্যাচের আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল বাংলাদেশ নারী দলের। নারী টি-টোয়েন্টিতে ১৬৭ রান বা এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র তিনটি। জিততে হলে রেকর্ড গড়তেই হতো বাংলাদেশকে। তবে দল হিসেবে দাঁড়াতে না পারায় হারতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।
পাকিস্তানের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ৫ রানেই থেমেছেন আয়শা রহমান। আরেক ওপেনার শামিমা সুলতানা ১১ রান করে আউট হয়েছে। আগের ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরি করা রুমানা আহমেদ রান আউট হয়ে আউট হয়েছেন শূন্য রানে।

টপ অর্ডারে ৪৫ রান করে বিপর্যয় কিছুটা সামলা দিয়েছেন সানজিদা ইসলাম। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫ রান। নিগার সুলতানার ২১ এবং ফারজানা হকের ৩০ রান হারের ব্যবধানই কমিয়েছে।
শেষ পর্যন্ত লতা মণ্ডল ১৭ এবং জাহানারা আলম ১৮ রান অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। পাকিস্তানের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল। ১টি করে উইকেট পেয়েছেন ডায়না বেগ, আনাম আমিন এবং সানা মির।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। দুই ওপেনার সিদরা আমিন ও জাভেরিয়া খান ৪.৪ ওভারে তোলেন ৩৫ রান। সিদরাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লতা।
দ্বিতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়েন অধিনায়ক বিসমাহ মারুফ এবং ওপেনার জাভেরিয়া। এই দুজনে যোগ করেন ৯৫ রান। ৫টি চার ও ২ ছক্কায় ৫২ রান করা জাভেরিয়াকে ফেরান জাহানারা আলম।
আগ্রাসী ব্যাটিংয়ে ৯টি চার ও ১ ছক্কায় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭০ রান করে অপরাজিত থাকেন বিসমাহ। বাংলাদেশের হয়ে জাহানারা আলম নিয়েছেন ২ উইকেট। লতার ঝুলিতে গেছে ১টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৩ (সিদরা ১৯, জাভেরিয়া ৫২, বিসমাহ ৭০*, ইরাম ৩, আলিয়া ১০*; জাহানারা ২/২৭)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৭ (শামীমা ১১,সানজিদা ৪৫, নিগার ২১, ফারজানা ৩০, লতা ১৭*, জাহানারা ১৮*; সাদিয়া ৩/১৯)
ফল: পাকিস্তান ১৫ রানে জয়ী।