আমি দেখতে চাই কে খেলতে যায়, কে যায় নাঃ পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটারদের ডাকা ধর্মঘটের কারণে বাংলাদেশের আসন্ন ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভারত সিরিজের ক্যাম্প শুরু হবে। সেখানেও যোগ দেবেন না বলে জানিয়েছেন ক্রিকেটাররা।


মঙ্গলবার (২১ অক্টোবর) জরুরি বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি দেখতে চান কারা খেলতে যায় আর কারা যায় না।


promotional_ad

ক্রিকেটারদের দেয়া ১১ দফা দাবির পরপ্রেক্ষিতে মুখোমুখি অবস্থান নিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারা ভারত সফর বাতিলের নেপথ্যে আছেন তাদের খুঁজে বের করতে চান তারা।


এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘খেলা হবে না? আমি আগে জানতে চাই, দেখতে চাই, কে কে খেলতে যায়, কে কে খেলতে যায় না। দেখতে চাই ক্যাম্পে কে যাবে কি যাবে না, কে কে ভারত সফর বাতিল করার জন্য চেষ্টা করছে। এসব তো আগে জানতে হবে। আগে তো আসল সমস্যার কথা জানতে হবে, না হলে তো কদিন পর অন্য সমস্যা আসবে। কী হচ্ছে, সেটা তো আগে জানতে হবে।’


আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরের কথা রয়েছে বাংলাদেশের। তবে চলমান ধর্মঘটের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি ক্রিকেটারদের দাবি সহসাই মেনে না নিলে এই ধর্মঘট আরও দীর্ঘ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball