আমি দেখতে চাই কে খেলতে যায়, কে যায় নাঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটারদের ডাকা ধর্মঘটের কারণে বাংলাদেশের আসন্ন ভারত সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভারত সিরিজের ক্যাম্প শুরু হবে। সেখানেও যোগ দেবেন না বলে জানিয়েছেন ক্রিকেটাররা।
মঙ্গলবার (২১ অক্টোবর) জরুরি বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি দেখতে চান কারা খেলতে যায় আর কারা যায় না।

ক্রিকেটারদের দেয়া ১১ দফা দাবির পরপ্রেক্ষিতে মুখোমুখি অবস্থান নিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারা ভারত সফর বাতিলের নেপথ্যে আছেন তাদের খুঁজে বের করতে চান তারা।
এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘খেলা হবে না? আমি আগে জানতে চাই, দেখতে চাই, কে কে খেলতে যায়, কে কে খেলতে যায় না। দেখতে চাই ক্যাম্পে কে যাবে কি যাবে না, কে কে ভারত সফর বাতিল করার জন্য চেষ্টা করছে। এসব তো আগে জানতে হবে। আগে তো আসল সমস্যার কথা জানতে হবে, না হলে তো কদিন পর অন্য সমস্যা আসবে। কী হচ্ছে, সেটা তো আগে জানতে হবে।’
আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরের কথা রয়েছে বাংলাদেশের। তবে চলমান ধর্মঘটের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি ক্রিকেটারদের দাবি সহসাই মেনে না নিলে এই ধর্মঘট আরও দীর্ঘ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।