অবিচারের শিকার সরফরাজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সরফরাজ আহমেদকে পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় পিসিবির কঠোর সমালোচনা করেছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলটির মালিক মনে করেন সরফরাজের সঙ্গে অবিচার করেছে ক্রিকেট বোর্ড। ৩২ বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটসম্যানকে আকস্মিক অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ায় হতবাক তিনি।

ওমর বলেন, 'সরফরাজকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ায় আমি হতবাক। বিশ্ব ক্রিকেট এর আগে এমন অন্যায় প্রত্যক্ষ করেনি। যে অধিনায়ক ১১টি সিরিজ জিতেছে এবং দলকে টি-টোয়েন্টিতে এক নম্বরে নিয়ে গেছে তাঁকে সরিয়ে দেয়া একেবারেই ঠিক হয়নি।'
সরফরাজের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। তাঁর নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসে দলটি। কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় তাঁকে বাদ দিতে দ্বিধা করেনি পিসিবি।
এই ব্যাপারটির তীব্র সমালোচনা করে ওমর বলেন, 'একজন নেতা এক রাতের মধ্যে জন্ম নেয় না। কঠিন সময়ে তাদের সমর্থন দেয়া উচিত, ঠিক যেমনটা দক্ষিণ আফ্রিকা দিয়েছিল গ্রায়েম স্মিথকে এবং ইংল্যান্ড দিয়েছিল অ্যালিস্টার কুককে। পিসিবি কিভাবে সরফরাজকে বাদ দিতে পারে শুধুমাত্র একটি সিরিজে পরাজিত হওয়ায়? তার পেছনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে বিনিয়োগ করে আসছে বোর্ড।'
ওমরের মতে পিসিবির উচিত সরফরাজকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা। তাঁর ভাষ্যমতে, 'সরফরাজ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং পিএসএলে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছে। পিসিবির উচিত তাদের সিদ্ধান্তকে পুনরায় বিবেচনা করা কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান একজন সফল অধিনায়কের অভাব বোধ করবে।'
পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে সরফরাজের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে আজহার আলীকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরেই দলকে নেতৃত্ব দেবেন তিনি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমকে।