promotional_ad

ফিক্সিংয়ের দায়ে আরব আমিরাতের তিন ক্রিকেটার নিষিদ্ধ

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ ফিক্সিংয়ের পরিকল্পনা করার জন্যে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে আরব আমিরাতের সিনিয়র তিন ক্রিকেটারকে। আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মেদ নাভেদসহ বাকি দুই সিনিয়র ক্রিকেটার হচ্ছেন ব্যাটসম্যান শাইমন আনোয়ার ও পেসার কাদির আহমেদ।


আরব আমিরাতের অধিনায়ক নাভেদ ইতোমধ্যেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।



promotional_ad

মিডিয়াকে বলেন, 'যেটা হয়েছে, তার জন্য আমি অনুতপ্ত। আমি কেন আরব আমিরাত বোর্ড কিংবা আইসিসির সাথে এসব নিয়ে কথা বলিনি, এজন্য অনুতপ্ত। আমি ভুল করেছি, সেটা বুঝতেও পেরেছি। আমি সবাইকে হতাশ করেছি। নিজের সতীর্থদের, নিজের পরিবার, পুরো দলসহ সবাইকেই।'


২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে জুয়াড়িদের কাছে তথ্য আদান প্রদান করতেন নাভেদ। এই পরিকল্পনায় তাঁর সঙ্গী ছিলেন শাইমন ও কাদির। 


স্থানীয় একজন ক্রিকেটার, মেহারদীপ ছায়াকরের মাধ্যমে জুয়াড়িদের সাথে দলের তথ্য আদান প্রদান করতেন নাভেদ। এই অভিযোগ সামনে আসার পরই অবশ্য নাভেদের অধিনায়কের দায়িত্ব কেড়ে নেয়া হয়। 



এমনকি স্কোয়াড থেকেও তাকে বাদ দেয়া হয়। নাভেদের মতো শাইমন ও কাদিরকেও দল থেকে বাদ দেয়া হয়। অবশ্য শুধু বাছাইপর্ব নয়, নাভেদ ফিক্সিং করতে চেয়েছিলেন টি-টেন লিগেও।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball