৮৫ বছর বয়সে অবসর!

ছবি: ছবি- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
কত বয়স পর্যন্ত একজন ক্রিকেটার ফিট থেকে খেলা চালিয়ে যেতে পারেন? সর্বোচ্চ ৪০ বা ৪৫? বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের জীবন্ত কিংবদন্তি রামচাঁদ গোয়ালা ৫৩ বছর বয়সেও ঢাকা লিগে খেলেছেন। ৫০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট খেলেছেন, এমন ক্রিকেটারই পাওয়া দুষ্কর। এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার সিসিল রাইট। ৮৫ বছর বয়সেও ক্???িকেট খেলছেন তিনি। অবশ্য আগামী সেপ্টেম্বরে ক্রিকেটকে বিদায় বলে দেবেন সিসিল।
জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম ডেইলি মিররের দাবি, পুরো ক্রিকেট ক্যারিয়ারে এই ক্যারিবিয়ান ২০ লাখ ম্যাচ খেলেছেন! কাগজে কলমে এটা কতটুক সম্ভব কে জানে! কিন্তু এই ফাস্ট বোলার তাঁর ৬০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সংগ্রহ করেছেন সাত হাজারেরও বেশি উইকেট!
১৯৫৯ সালে জ্যামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সিসিলের। অভিষেক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল স্যার গ্যারি সোবার্সের দল বার্বাডোজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকাকালে স্যার ভিভ রিচার্ডস, ফ্র্যাঙ্ক ওরেলদের সঙ্গেও ক্রিকেট খেলেছেন তিনি।
অভিষেকের বছরে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের লিগে ক্রম্পটনের হয়ে খেলা শুরু করেন সিসিল। ইংলিশ লিগে পাঁচ মৌসুমে রেকর্ড ৫৩৮টি উইকেট নেন তিনি।
বর্তমানে ইংল্যান্ডেই স্থায়ীভাবে বাস করছেন প্রতি ২৭ বলে একটি করে উইকেট শিকার করা এই বোলার।
৮৫ বছর বয়সে আপারমিলের দ্বিতীয় দলের হয়ে পেনি লিগ মাতাচ্ছেন এই ক্যারিবিয়ান। অবশ্য আগামী ৭ সেপ্টেম্বর স্প্রিং হেডের বিপক্ষে ম্যাচ খেলে অবসরে যাচ্ছেন বিস্ময় জাগানিয়া এই ক্রিকেটার।
৮৫ বছর বয়সেও কীভাবে ফিট রয়েছেন সিসিল? এমন প্রশ্নে অনুপ্রেরণা যোগানো জবাব দিয়েছেন সিসিল, ‘আমি যদি জানতাম আমার লম্বা ক্যারিয়ারের রহস্য! কিন্তু আমি জানি না। যা পাই, তাই খাই। কিন্তু আমি পান (মদ্যপান) করি না। এসব কারণে আমি ফিট থাকি। আমি বসে থেকে টিভি দেখতে পছন্দ করি না। এর চেয়ে হাঁটা বা গ্যারেজে কাজ করাই ভালো।’
