কোহলির দলেই চাকরি হল হেসনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের প্রধান কোচের পদে চাকরির আবেদন করে না শুনতে হয়েছিল নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে। জাতীয় দল থেকে না শুনলেও আইপিএলে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে চাকরি হয়েছে তাঁর।
ব্যাঙ্গালুরুর ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান পদে দায়িত্ব দেয়া হয়েছে তাঁকে। সেই সঙ্গে হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সাবেক সহকারী কোচ অস্ট্রেলিয়ার সায়মন ক্যাটিচকে।

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ব্যাঙ্গালুরু। এছাড়া বোলিং কোচ আশিস নেহরাকেও বোলিং কোচের পদ থেকে সরিয়ে দিয়েছেন তাঁরা।
আরসিবির চেয়ারম্যান সঞ্জিব চুড়িওয়ালা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ব্যাঙ্গালুরুর লক্ষ্য হলো সবথেকে ভরসাবান, সম্মানজনক এবং টি-টোয়েন্টির অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি হওয়া। দলের সবার থেকে তাঁদের সর্বোচ্চ পারফর্মেন্সটা আশা করি আমরা।
সেই লক্ষ্যেই মাইক হেসন এবং সায়মন ক্যাটিচকে আমরা নিয়োগ দিয়েছি। আমাদের বিশ্বাস হেসনের অভিজ্ঞতা আমাদের দলে অনেক কাজে আসবে। এছাড়া ক্যাটিচ আমাদেরকে প্রথম শিরোপা এনে দিতে বড় ভূমিকা পালন করবে।'
গত বছরের জুনে নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব নেন হেসন। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউইদের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।