বাইরের মাঠের রাজত্বে নজর ল্যাঙ্গেভেল্টের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বুধবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। যোগ দিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। শুধু দেশে নয়, দেশের বাইরেও ভালো করবে এমন পেসার খোঁজার দিকেই বেশি গুরুত্ব দিতে চান এই প্রোটিয়া কোচ।
নিজের প্রথম সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা-মুস্তাফিজুর রহমানদের এই কোচ জানিয়েছেন, এমন পেসার খুঁজে বের করতে চান যারা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেও প্রভাব বিস্তার করতে পারবেন।

ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘বাংলাদেশের বাইরেও ভালো বোলিং করতে পারে এমন পেসার বের করা আমার জন্য চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো করবে এমন পেসার খুঁজে বের করাই আমার প্রধান চ্যালেঞ্জ।’
জাতীয় দল বা তার আশপাশে থাকা পেসারদের নিয়েও কাজ করবেন বাংলাদেশের এই পেস বোলিং কোচ। তাদের সুইং এবং বাউন্স নিয়ে কাজ করবেন তিনি। অবশ্য সুইং-বাউন্সের চেয়ে তিনি লাইন-লেন্থকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
ভারত বর্তমানে তিনজন পেসার নিয়ে খেলছে নিয়মিত। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমারদের নিয়ে গড়া পেস বোলিং আক্রমণ দিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাতেও সিরিজ জিতেছে বিরাট কোহলির দল। বাংলাদেশেরও এমন সামর্থ্যের পেসার প্রয়োজন বলে মনে করেন এই প্রোটিয়া কোচ।
‘আপনি যদি এখন ভারতের দিকে তাকান তাদের তিনজন সিমার আছে এবং তারা দক্ষিণ আফ্রিকায় এবং অস্ট্রেলিয়ার ম্যাচ জিতেছে। আমাদের যেকোনোভাবে সিমার খুঁজে বের করতে হবে, যখন আমরা ওইসব কন্ডিশনে খেলতে যাবো আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’