জিম্বাবুয়ের সর্বনাশে কপাল খুলল নাইজেরিয়া-নামিবিয়ার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা পেয়েছে নাইজেরিয়া। আরব আমিরাতে চলতি বছরের অক্টোবরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিতে যাচ্ছে আফ্রিকার দেশটি।
সম্প্রতি জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যে কারণে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ের জায়গায় তাই সুযোগ দেয়া হয়েছে নাইজেরিয়াকে।

আফ্রিকা অঞ্চলের খেলায় তৃতীয় দল ছিল নাইজেরিয়া। এবার বিশ্বকাপের বাছাইপর্বে কেনিয়া এবং নামিবিয়ার পর আফ্রিকার তৃতীয় দল হিসেবে জায়গা পেয়েছে দলটি।
আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা করে নেয়া বাকি দলগুলো যথাক্রমে হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, স্বাগতিক আরব আমিরাত এবং আমেরিকা অঞ্চলের দুই দল।
এদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে জায়গা পেয়েছে নামিবিয়া। তাদেরকেও জিম্বাবুয়ে নারী দলের পরিবর্তে জায়গা দিয়েছে আইসিসি।