promotional_ad

নিষেধাজ্ঞায় থাকলেও বাংলাদেশে আসবে জিম্বাবুয়েঃ পাপন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সেপ্টেম্বরে আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এই পরিকল্পনা বাধা গ্রস্থ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের কারণে।


কদিন আগেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্যপদ বাতিল করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ফলে তারা আইসিসির কোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারবে না। তাই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।



promotional_ad

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকলেও ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তাদের বাংলাদেশ সফর নিয়ে কোনো সংশয় নেই বলে নিশ্চিত করেছেন তিনি।


এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘আইসিসির নিষেধাজ্ঞায় থাকলেও জিম্বাবুয়ে ঠিকই ঢাকা আসবে। এবং আমরা যে আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতি ক্রিকেট আসর আয়োজনের চিন্তা করছি, তাতে অংশও নেবে।’


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের আসন্ন ত্রিদেশীয় সিরিজটিকে বাধা গ্রস্থ করবে না বলেও মনে করেন নাজমুল হাসান। তিনি জানিয়েছেন অবশ্যই বাংলাদেশের আসবে জিম্বাবুয়ে।



বিসিবি সভাপতির ভাষ্য, ‘আইসিসির নিষেধাজ্ঞায় পড়লেও জিম্বাবুয়ের বাংলাদেশে আসা নিয়ে কোনো সংশয় নেই। সেটা আইসিসির ওই নিষেধাজ্ঞায় ধর্তব্য হবে না। জিম্বাবুয়ে ঠিকই বাংলাদেশে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball