অধিনায়কদের সুবিধা করে দিলো আইসিসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লন্ডনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সম্মেলনে স্লো ওভাররেটের নিয়ম বদলে ফেলা হয়েছে। এখন থেকে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হচ্ছেন না কোনও দলের অধিনায়ক।
শেষ কয়েকবছর ধরে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ করা হতো কোনও দলের অধিনায়ককে। এ ছাড়া জরিমানা করা হতো অধিনায়কদের। একই দলের ক্রিকেটারদেরও জরিমানার মুখে পড়তে হতো।

এক্ষেত্রে অধিনায়কের অর্ধেক পরিমাণ অঙ্কের জরিমানা গুনতে হতো দলের বাকি ক্রিকেটারদের। এবার এসব নিয়মে আনা হয়েছে পরিবর্তন।
স্লো ওভার রেট এবং তার পুনরাবৃত্তি ঘটতে থাকলে এবার আর কোনও দলের অধিনায়ক নিষিদ্ধ হবেন না। এই দায় নিতে হবে দলের সব ক্রিকেটারকে।
অধিনায়ক এবং তাঁর দলের ক্রিকেটারদের ঠিক একই অঙ্কের জরিমানা দিতে হবে। ছেলে ও মেয়েদের ক্রিকেটে সব সংস্করণেই এ নিয়ম পাশ করেছে আইসিসি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও স্লো ওভার রেটের নিয়ম নির্ধারণ করেছে আইসিসি। এক্ষেত্রে যে দল স্লো ওভার রেটে পিছিয়ে থাকবে ম্যাচ শেষে প্রতিটি স্লো ওভারের জন্য কর্তন করা হবে দুটি করে কমপিটিশন পয়েন্ট। এক আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকেই চালু হচ্ছে নিয়মটি।