তামিম-লিটনের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজের আগে গা গরম করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। রবিবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলছে মাশরাফি বিন মর্তুজার দল। টসে জিতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রানের বড় পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড উলভস। জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
তামিম-লিটনে দারুণ শুরু বাংলাদেশেরঃ

ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৬ ওভারেই টাইগাররা তুলে নিয়েছে ২৭ রান।
বাংলাদেশ দলঃ মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
আয়ারল্যান্ড উলভসঃ হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।