ওয়ার্নার-বেয়ারস্টোই দিল্লীর হুমকিঃ কাইফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাওয়ার প্লে'র ভিতরেই সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিতে চায় দিল্লী ক্যাপিটালস। হায়দ্রাবাদের মিডেল অর্ডার এখন পর্যন্ত বড় কোন পরীক্ষার সম্মুখীন হয় নি যেকারণে এটাকেই সুযোগ হিসেবে দেখছেন দিল্লী ক্যাপিটালসের সহকারী কোচ মোহাম্মদ কাইফ। এই দুই ওপেনারকে দিল্লীর জন্য বড় হুমকি মানছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচেই জ্বলে উঠেছেন হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো। নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তো দুই ওপেনারই সেঞ্চুরি হাঁকিয়েছেন।

টানা তিন ম্যাচেই ওপেনিং জুটিতে ১০০ রান যোগ করা এই দুই ক্রিকেটারকে বড় হুমকি হিসেবে দেখছেন কাইফ। তাঁদের টপ অর্ডারকে পাওয়ার প্লে'র মধ্যে তুলে নিলে ম্যাচে ভালো সুযোগ থাকবে দিল্লীর জন্য বলে দাবি তাঁর।
'তাঁদের মিডেল অর্ডার বেশী ব্যাটিং করার সুযোগ পায় নি। যেটা দলের জন্য বিপদ হতে পারে, কারণ টপ অর্ডার সব রান করছে দলের জন্য। তাই ওয়ার্নার এবং বেয়ারস্টোর উইকেট পাওয়ার প্লেতে তুলে নিতে পারলে ভালো সুযোগ থাকবে আমাদের। তাঁদের সব খেলোয়াড় ক্রিজে বেশীক্ষণ সময় কাটানোর সুযোগ পায় নি।
'তাই তাঁদের টপ অর্ডারকে পাওয়ার প্লে'র ভিতরেই আউট করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। কারণ তাঁদের ৩ থেকে ৬ নম্বর ব্যাটসম্যানরা এখন তেমন ব্যাটিং করার সুযোগ পায় নি। এই দিকটাকেই কাজে লাগানোর চেষ্টা করব।'
বৃহস্পতিবার চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভুবনেশ্বর কুমারের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং শ্রেয়াস আইয়ারের দিল্লী ক্যাপিটালস। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।