মঈনের বদলি স্যাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ইংল্যান্ড দলের স্পিন বোলিং অলরাউন্ডার মঈন আলীকে। তাঁর বদলে ডাকা হয়েছে আরেক অলরাউন্ডার স্যাম কুরানকে।
উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছিল মঈন আলীকে। তবে, আগামী শনিবার ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচ খেলেই দেশে ফিরবেন এই অলরাউন্ডার। এরপর তিনি তাঁর আইপিএলের দলের সঙ্গে যোগ দেবেন।

আসন্ন এই সিরিজে খেলছেন না ইংল্যান্ডের দুই তারকা বেন স্টোকস ও জস বাটলার। মূলত আইপিএলে দলের সঙ্গে যোগ দিতেই তাদের দুজনকে বিশ্রাম দেয়া হয়েছে। এবার তাদের সঙ্গে যোগ হচ্ছে মঈন আলীর নাম।
মঈন আলী খেলবেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। অবশ্য স্যাম কুরানও এবার প্রথমবারের মতো আইপিএল মাতাবেন। তিনি খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
স্যাম ইংল্যান্ড দলের হয়ে ৯টি টেস্ট ও দুটি ওয়ানডে ম্যাচে খেলেছেন। তবে টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর। উইন্ডিজের বিপক্ষেই সেই আক্ষেপ ফুরাবে স্যামের।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
ইয়ন মরগ্যান, স্যাম কুরান, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি এবং মার্ক উড।