আত্মবিশ্বাসের খোরাক হোক এশিয়া কাপের পারফর্মেন্স

ছবি: নারী ক্রিকেট দল

|| ডেস্ক রিপোর্ট ||
টি টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাসের পারদ অনেকটাই উঁচুতে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এবার সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়েই আগামী মাসে অনুষ্ঠিতব্য টি টুয়েন্টি বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে মুখিয়ে আছে তারা।
নিজেদের সামর্থ্য সম্পর্কেও যথেষ্ট ধারণা থাকায় এই কাজটি খুব বেশি কঠিন হবে না বলে মনে করছেন টাইগ্রেস দলপতি সালমা খাতুনও। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদশ অধিনায়ক বলেছেন,
'আইসিসি মহিলা টি টুয়েন্টি বিশ্বকাপ আবারও বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের দুয়ারে পৌঁছে যাবে এবং আমাদের জন্য এটি অনেক বড় সুযোগ দর্শকদের আমোদিত করার। এ বছরের এশিয়া কাপে ২০১৭ সালের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর আমরা আত্মবিশ্বাসী আগামী টুর্নামেন্টে ভাল করার ব্যাপারে।'
টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের কার্যকারিতার শতভাগ দেখাতে পারলে সাফল্য বয়ে আনা অসম্ভব কিছু হবে না বলেও বিশ্বাস করেন সালমা। আর এক্ষেত্রে ক্যারিবিয়ানদের উইকেট নিয়ে আশান্বিত তিনি। তাঁর মতে ক্যারিবিয়ানদের উইকেটে ধীর গতির বোলাররা বেশ ভাল করবে,
'আমরা যদি আমাদের কার্যকারিতা বজায় রেখে খেলতে পারি তাহলে সেটি আমাদের জন্য বড় সুযোগ হবে। আমাদের দারুণ একটি স্পিন আক্রমণ আছে এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটে আমাদের ভাল সুযোগ পাব, যেটি আমাদের স্লো বোলারদেরকেও সাহায্য করবে,' বলেছেন সালমা।

উল্লেখ্য আগামী ১০ই নভেম্বর উইন্ডিজদের বিপক্ষে টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর গ্রুপ পর্বে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হবে সালমা বাহিনীকে। আর এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩, ১৫ এবং ১৯শে নভেম্বর।
১৫ সদস্যের বাংলাদেশ দল:-
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমিন আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই:-
শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:-
১০ই নভেম্বর - বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ
১৩ই নভেম্বর- বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৫ই নভেম্বর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৯শে নভেম্বর - বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা