promotional_ad

সিরিজ বাঁচাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


তিন ম্যাচের টি- টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান এবং সফরকারী অস্ট্রেলিয়া। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি। এর আগে প্রথম টি টুয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ তে এগিয়ে র‍য়েছে পাকিস্তান।


আবুধাবিতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিরা। ফলে ৬৬ রানের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের।


তাই আজকের ম্যাচে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থেকেই মাঠে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বড় জয়ে সিরিজ শুরু করা সরফরাজ আহমেদের দল চাইবে আজ জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে।


promotional_ad

এর আগে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করেছিল অস্ট্রেলিয়া। দুবাইয়ে সিরিজের প্রথম টেস্ট দুর্দান্তভাবে ড্র করলেও পারফর্মেন্স ধরে রাখতে ব্যর্থ হয় তাঁরা দ্বিতীয় টেস্টে। 


দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে লড়াই করার সুযোগই দেয়নি পাকিস্তান। ৩৭৩ রানের বড় হার হজম করতে হয় টিম পেইনের দলকে। সেই ধকল থেকে টি টুয়েন্টি সিরিজেও বের হয়ে আসতে পারেনি অস্ট্রেলিয়া।  


এদিকে ধারণা করা যাচ্ছে প্রথম টি টুয়েন্টিতে হতাশাজনক পারফর্মেন্সেের পর বেন ম্যাকডারমটের পরিবর্তে অজি একাদশে মিচেল মার্শের খেলার সম্ভাবনা রয়েছে।  তবে উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে পারে পাকিস্তান। 


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য) 


অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি আর্কি শর্ট, ক্রিস লিন, বেন ম্যাকডারমট / মিচেল মার্শ, গ্ল্যান ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, নাথান কুল্টার নাইল, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই, বিলি স্ট্যানলেকে।  

পাকিস্তান একাদশ (সম্ভাব্য)- 


ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক)), শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহেন শাহ আফ্রিদি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball