স্পিনাররা বড় ভুমিকা রাখবে এশিয়া কাপেঃ সরফরাজ

ছবি: ছবিঃ ক্রিকইনফো

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
উইকেট স্লো থাকে বিঁধায় স্পিনাররা উইকেট থেকে সুবিধা নিতে পারবেন এবং ব্যাটসম্যানদেরকে বুঝে শুনে খেলতে হবে। সেই সঙ্গে দলের স্পিনাররা বাড়তি ভুমিকা পালন করবে সেখানকার কন্ডিশনে।
সেই সঙ্গে পাক দলপতি আরও জানান, দুবাইয়ের কন্ডিশন থেকে রাতের বেলা উইকেট থেকে সুবিধা পাবে পেস বোলাররা। ব্যাটসম্যানদের জন্য রাতের বেলা এই সময়ে ব্যাট করা কঠিন বলেও জানান তিনি। সরফরাজের ভাষায়,

'দুবাই-আরব আমিরাতের উইকেট একটু স্লো হয়, যেকারনে স্পিনাররা বড় ভুমিকা পালন করবে এখানে। সেখানে এখন অনেক গরম থাকবে। রাতের বেলা গরমের মধ্যে ব্যাটিং করা অনেক কঠিন হয়ে যায় তখন।
বাতাস থাকেনা বিঁধায় ফাস্ট বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারে, সুইংও পায় তারা। সব দলই চাইবে আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান যোগ করে প্রতিপক্ষকে চাপে ফেলা।'
এদিকে সরফরাজ মনে করেন, আসছে এশিয়া কাপে সব দলই ভালো। প্রত্যেক দলই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। এছাড়াও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হলে কি করতে হবে সে উপায়ও বাতলে দিলেন এই উইকেট রক্ষক। তার ভাষায়,
'এখন পর্যন্ত যারা যারা স্কোয়াড ঘোষণা করেছে সবারই দল ভালো হয়েছে। কোনদলকেই দুর্বল ভাবে দেখছিনা। হংকংকেই দেখুন, তারা কয়ালিফাইয়ার খেলে আসলেও ফাইনাল জয়ের আত্মবিশ্বাস আছে তাদের মধ্যে।
প্রতিদ্বন্দ্বিতা মূলক ক্রিকেট খেলেছে তারা। সব দলই ভালো, আফগানিস্তানকেও ছেড়ে দেখলে চলবেনা। প্রত্যেক দলই চাইবে ভালো করতে যার জন্য তাদেরকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে যদি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হয়।'