অপরিবর্তিত বাংলাদেশ, চমক থাকছে উইন্ডিজ ক্যাম্পে

ছবি:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের ফাইনাল ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়া বাংলাদেশ দল ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও ক্যারিবিয়ানদের হারাতে চাইবে টাইগাররা।
বাংলাদেশ দল সেন্ট কিটসে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাজে ভাবে হেরেছিল। সেখান থেকে ফ্লোরিডার জয় পেয়েছিল সফরকারীরা। যার ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় থেকেই কিছুক্ষণের মধ্যে মাঠে নামবে বাংলাদেশ।
ইতিমধ্যে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গত ম্যাচে জয়ের পর আজকের ম্যাচে কোন পরিবর্তন আনে নি বাংলাদেশ দল।

অন্য দিকে ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও টানা ব্যর্থ ওপেনার এভিন লুইসকে বাইরে রেখে দল সাজিয়েছে উইন্ডিজরা। তার বদলী হিসেবে দলে ফিরেছেন চ্যাডউইক ওয়ালটন।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার, চ্যাডউইক ওয়ালটন, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।