মেরামতের দায়িত্বে তামিম-সাকিব

ছবি:

বাংলাদেশ ৭৪/৩, ওভার ১১
তামিম - ৩৭, সাকিব - ১৬
নার্স ২/২৪
ফ্লোরিডায় উল্লেখযোগ্য বাংলাদেশি সমর্থকদের সামনে টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের ভাবনা থেকে তামিম ও লিটনকে এই ম্যাচে ওপেন করতে দেখা যায়।

কিন্তু টপ অর্ডারে দ্রুত উইকেট পতন থামাতে পারেনি বাংলাদেশ। অফ স্পিনার অ্যাশলে নার্সের বলে ইনিংসের দ্বিতীয় ওভারে এক্সট্রা কাভার দিয়ে ইনসাইড আউট শট খেলার চেষ্টায় ক্যাচ আউট হন লিটন।
১ বল খেলে ১ রান যোগ করে দলীয় ৮ রানে আউট হন তিনি। লিটনের পথে হেঁটে নার্সকে উইকেট দেন আরেক ডানহাতি মুশফিকও। চতুর্থ ওভারে নার্সকে রিভার্স সুইপ করতে গিয়ে রাসেলের সহজ ক্যাচে থামে মুশফিকের ইনিংস।
চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা সৌম্য সরকারও বিশেষ কিছু করে দেখায়ে পারেনি। ১৮ বলে ১৪ রান যোগ করে কিমো পোলের স্লোয়ার বলে আউট হন তিনি। অপর প্রান্ত থেকে একা হাতে দলের স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করেন তামিম।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।