promotional_ad

মোসাদ্দেক থামালেন গেইল ঝড়

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের স্যাবাইনা পার্কে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মাশরাফি-সাকিবদের বিশ্রামে রেখে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে লড়ছে টাইগাররা।
 
ইতিমধ্যেই টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের শুরুটাও ভালো করেছে বাংলাদেশ দল। ওপেনার ও কাপ্তান  চ্যাডউইক ওয়ালটলকে শুন্য রানে বোল্ড করেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ ওভার শেষে এক উইকেটে ৩২ রান। গেইল ২০ ও তিন নম্বরে নামা আমির জঙ্গু ১২ রানে খেলছেন। রুবেল হোসেন এখন পর্যন্ত ৫ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় এক উইকেট শিকার করেছেন।


রুবেলের স্পেল শেষে হাত খুলে খেলার সুযোগ পায় ক্রিস গেইল। দ্রুত রান তুলে দলকে অর্ধশত রানে পৌঁছে দেন তিনি। তবে বেশীক্ষণ স্থায়ী হয়নি গেইলের ইনিংস। মোসাদ্দেকের বলে ২৯ রান করে আউট হন তিনি। 



promotional_ad

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে স্বাগতিকদের স্কোর দুই উইকেটে ৫৮।



বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহী।


ভাইস চ্যান্সেলর একাদশ: চ্যাডউইক ওয়াল্টন (অধিনায়ক), ক্রিস গেইল, ওজে শিল্ড, ওশেন ওয়াল্টার্স, আন্দ্রে রাসেল, আমির জঙ্গু, ইয়ানিক ওটলি, জারলানি সার্লস, নিকোলাস কিরটন, বিকাশ মদন, কাভেম হজ, জারমেইন লেভি ও গিলন টাইসন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball