তারপরেও দুশ্চিন্তা মুক্ত নয় বাংলাদেশ

ছবি:

বেশ কিছুদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এরপরে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জিতেছে বাঘিনিরা। প্রমীলা ক্রিকেটারদের পরবর্তী মিশন ছিল বিশ্বকাপ বাছাইপর্বে ভালো ফলাফল করে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা।
সেখানেও শিরোপা জিতে সম্মানের সাথেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে তারা। কিন্তু এই সাফল্যের পেছনে প্রকৃত কারিগর কে? প্রমীলা ক্রিকেটাররা বলছেন বাঘিনীদের কোচ আঞ্জু জাইনের কথা। বাছাইপর্বের মিশন শেষে দেশে ফিরে প্রমীলা বোলার পান্না ঘোষ জানান,
'নতুন কোচ (আঞ্জু জাইন) অনেক পজিটিভ। সে অনেক ভাল কথা বলেন। সবসময় আমাদের অনুপ্রেরণা দেন। জাহানারা আপুও অনেক সাপোর্ট করেন। সবার সাহায্য পাচ্ছি বলেই আমরা এখানে এসেছি। কোন ভুল করলে অনেক সুন্দর করে বুঝানো হয়।'

মেয়েদের ক্রিকেটে মূল সাফল্য এসেছে দুর্বলতা গুলো ঝালিয়ে নেওয়ার কারণেই। পান্না ঘোষ মনে করছেন ব্যাটিং নিয়ে এখনো অনেক কাজ করার বাকি আছে তাদের। যদিও বোলিং নিয়ে আপাতত নির্ভার তারা।
'আমাদের ব্যাটিংটা উন্নতি করেছি, তবে আরও কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। আর এতোদিন ধরে খেলছি, এতো ভাল ফলাফল কখনও পাইনি। এখন যে ফলাফল পেয়েছি তার জন্য অনেক ভালো লাগছে।
'উইকেট পাওয়ার জন্য আমরা বোলিং করিনা। লাইন-লেন্থ ঠিক রেখেই বোলিং করতে হয়। সেটা ঠিক থাকলে প্রতিপক্ষ দল মারতে গিয়ে উইকেট দিয়ে আসবে। কোচ যেভাবে বলেন সেভাবেই আমরা করি।'