promotional_ad

রোহিতের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

promotional_ad

রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিলো সফরকারি ভারত। ব্রিস্টলে এদিনে ৫৬ বলে ছয়টি ছক্কা এবং এগারোটি চারে ১০০* রান করে অপরাজিত থাকেন রোহিত।


এছাড়া লোকেশ রাহুল খেলেছেন ১০ বলে ১৯ রানের একটি ইনিংস। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ২৯ বলে ৪৩ রান। শেষদিকে রোহিতের সঙ্গে ফিনিশিং দিয়েছেন হার্ডিক পান্ডিয়া।


১৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রায় দুইশ রান তাড়ায় ভারত ম্যাচটি জিতেছে আট বল হাতে রেখে। ইংলিশদের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ডেভিড উইলি, জ্যাক বল এবং ক্রিস জর্দান।



promotional_ad

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৯৪ রানে ভেঙেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি। জশ বাটলার আউট হন ২১ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তিনে নামা অ্যালেক্স হেলসও হাত খুলে খেলতে থাকেন।


তবে দলীয় ১০৩ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান আরেক ওপেনার জেসন রয়। ৩১ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।


আগের ম্যাচের নায়ক হেলসের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩০ রানের ইনিংস। শেষদিকে জনি বেয়ারস্টোর ১৪ বলে ২৫ রানের সুবাদে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। 



ভারতীয় বোলারদের মধ্যে ৩৮ রানের বিনিময়ে চারটি উইকেট লাভ করেন হার্ডিক পান্ডিয়া। ৩৫ রান খরচায় দুটি উইকেট লাভ করেন সিদ্ধার্থ কউল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball