রোহিতের সেঞ্চুরিতে সিরিজ ভারতের

ছবি:

রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিলো সফরকারি ভারত। ব্রিস্টলে এদিনে ৫৬ বলে ছয়টি ছক্কা এবং এগারোটি চারে ১০০* রান করে অপরাজিত থাকেন রোহিত।
এছাড়া লোকেশ রাহুল খেলেছেন ১০ বলে ১৯ রানের একটি ইনিংস। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ২৯ বলে ৪৩ রান। শেষদিকে রোহিতের সঙ্গে ফিনিশিং দিয়েছেন হার্ডিক পান্ডিয়া।
১৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রায় দুইশ রান তাড়ায় ভারত ম্যাচটি জিতেছে আট বল হাতে রেখে। ইংলিশদের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ডেভিড উইলি, জ্যাক বল এবং ক্রিস জর্দান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৯৪ রানে ভেঙেছে ইংল্যান্ডের ওপেনিং জুটি। জশ বাটলার আউট হন ২১ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তিনে নামা অ্যালেক্স হেলসও হাত খুলে খেলতে থাকেন।
তবে দলীয় ১০৩ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ফিরে যান আরেক ওপেনার জেসন রয়। ৩১ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
আগের ম্যাচের নায়ক হেলসের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩০ রানের ইনিংস। শেষদিকে জনি বেয়ারস্টোর ১৪ বলে ২৫ রানের সুবাদে ১৯৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
ভারতীয় বোলারদের মধ্যে ৩৮ রানের বিনিময়ে চারটি উইকেট লাভ করেন হার্ডিক পান্ডিয়া। ৩৫ রান খরচায় দুটি উইকেট লাভ করেন সিদ্ধার্থ কউল।