আধিপত্য ধরে রাখল পাকিস্তান

ছবি:

ফখর জামানের অসাধারণ ব্যাটিং এবং অভিজ্ঞ শোয়েব মালিকের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। এদিন হারারেতে ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় সরফরাজ আহমেদের দল।
জয়ের জন্য পাকিস্তানকে ১৮৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় অজিরা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে দুই রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

এই অবস্থায় দলের হাল ধরেন ওপেনার ফখর জামান। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৯১ রান। এরপর শোয়েব মালিকের অপরাজিত ৪৩ এবং আসিফ আলীর ১৭ রানের উপর ভর করে ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
এর আগে প্রথমে ব্যাট করে ডি আর্চি শর্টের ৭৬ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় অজিরা। শর্টের পাশাপাশি ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৭ রান।
এদিকে এই সিরিজ জয়ে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজেদের আধিপত্য ধরে রাখল এশিয়ার এই দলটি। এক নম্বর দল হিসেবে তাদের বর্তমান পয়েন্ট ১৩২। তবে পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২৬ থেকে নেমে তাদের বর্তমান পয়েন্ট ১২২।