promotional_ad

ভাল ফিনিশিংয়ের আশায় বাংলাদেশ

promotional_ad

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ০-২ ব্যবধানে জিতে গিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা। তাই সিরিজের তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ করার জন্যই মাঠে নেমেছিল তারা। 


আর ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছেন দুই বাংলাদেশী ওপেনার শামিমা সুলতানা এবং আয়েশা রহমান। পাওয়ার প্লে'র দারুণ ব্যবহার করেছেন এই দুই ওপেনার। 


শামিমা আউট হয়েছেন ২৭ বলে পাঁচটি চারের সাহায্যে ৩০ রান করে। তবে পাওয়ার প্লে যাওয়ার সময় আউট হয়ে যান শামিমা। এরপরে রানের চাকা কিছুটা শিথিল হয় বাঘিনীদের।



promotional_ad

২৬ বলে ২৭ রান করে ফিরে গিয়েছেন আরেক ওপেনার আয়েশা রহমানও। তার ইনিংসে ছিল তিনটি চারের মার। তবে রানের চাকা সচল রেখেছিলেন ফারজানা হক।


এই প্রতিবেদন লিখার সময়ে ১৫ ওভারে দুই উইকেটে ১০০ রান করেছে তারা। উইকেটে থাকা ফারজানা হক আছেন ২৮ বলে ৩২* রান করে। সাথে নিগার সুলতানা আছেন ১২ বলে ৮* রান করে। 


বাংলাদেশ মহিলা ক্রিকেট একাদশঃ- রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নিগার  সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা  আক্তার, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, জাহানারা আলম।



আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলঃ- লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, ম্যারি ওয়াল্ড্রন, সিসিলা জয়েস, ইসবেল জয়েস, শনা কাভানাগ, গুয়াবি লুইস, কিয়ারা মেটকাফে, এইমিয়ার রিচার্ডসন, ক্ল্যারে শিলিংটন, অ্যামি কেনেলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball