ইংল্যান্ডকে সুখবর দিলেন স্টোকস

ছবি:

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরিতে পড়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি।
যদিও স্টোকসের অনুপস্থিতিতেই সিরিজটি ৫-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে এবার দলে ফিরছেন বর্তমান সময়ের তুখোড় এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন তিনি।
এদিকে স্টোকস দলে ফেরাতে কপাল পুড়েছে স্যাম বিলিংসের। সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের কারণে দল থেকে জায়গা হারিয়েছেন তিনি। দলে ডাক পাননি ক্রিস ওকস।

কেননা ইনজুরি পুরোপুরি সারেনি তার। আর তাই নির্বাচকরাও তাকে নিয়ে কোনোরকম ঝুঁকিতে যেতে চাইছেন না। ১৪ সদস্যের এই দলে ডাক পেয়েছেন টম কুরানও।
ভারতের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ই জুলাই। সিরিজের বাকী দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ এবং ১৭ই জুলাই।
ইংল্যান্ড স্কোয়াডঃ- ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জশ বাটলার (উইকেটরক্ষক), টম কুরান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রাশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড।