জয়পুরে জয়ের হাসি হাসবে কে?

ছবি:

২০১৫ সালের আইপিএলের পরে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় নিষেধাজ্ঞায় পড়েছিলো চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়ালস। দুই বছরের শাস্তি কাটিয়ে এবারের আইপিএলে আবারো খেলছে তারা।
আর এই শুক্রবার রাতের একমাত্র ম্যাচে জয়পুরে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। তবে ম্যাচের আগে দারুণ স্বস্তিতে থাকছে চেন্নাই।
মৌসুমে তাদের আগের মোকাবেলায় রাজস্থানকে ৬৪ রান হারিয়েছিল দলটি। এছাড়া শেষ পাঁচবারের মোকাবেলায় চার বার দলটিকে হারিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস।

আসরে সাতটি জয় পেতে এখন পর্যন্ত চেন্নাই খেলছে দশটি ম্যাচ। পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে তারা। এদিকে সমান ম্যাচ খেলে রাজস্থান জিতেছে মাত্র চারটিতে। আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তাদের।
এই ম্যাচে একাদশ অপরিবর্তিত থাকতে পারে রাজস্থানের একাদশ। আর মহেন্দ্র সিং ধোনিদের হয়ে এই ম্যাচে খেলতে পারেন ফাস্ট বোলার দিপক চাহার। চেন্নাইয়ের ফিজিও বলেছেন ইনজুরি সেরে গিয়েছে আসরের অন্যতম সেরা এই পেসারের।
নিজেদের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শেন ওয়াটসন। এই ম্যাচেও লাইমলাইটে থাকবেন এই অজি তারকা। অপরদিকে রাজস্থানের ওপেনার জশ বাটলার আছেন দুর্দান্ত ফর্মে। ব্যাটিং পজিশন পরিবর্তন হওয়ার পরে টানা তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জশ বাটলার (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, কৃষ্ণাপ্পা গৌতম, স্টুয়ার্ট বিনি, মাহিপাল লামহোর, ইশ সোধি, জয়দেব উনাদকাত, জোফরা আর্চার, অনুরিত সিং।
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধ্রুভ শোরে, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, লুঙ্গি এনগিদি, হরভজন সিং, শারদুল ঠাকুর/ দীপক চাহার, ইমরান তাহির।