promotional_ad

সাকিব ক্লাস ক্রিকেটার- ডিন জোন্স

promotional_ad

আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরের জন্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গত কয়েক আসর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব এবার নতুন করে আইপিএল মিশন শুরু করবেন হায়দ্রাবাদের জার্সি গায়ে। 




এর আগে ২০১১ সালের আইপিএলে কলকাতার হয়ে অভিষেক হয়েছিলো সাকিবের। এরপর থেকে মোট ৬টি আসরে শাহরুখ খানের দলটির হয়ে খেলেছেন তিনি।  আইপিএলে ব্যাট হাতে খুব বেশি রান না পেলেও বল হাতে বেশ সফল ছিলেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার। 




কলকাতার হয়ে মোট ৪৩টি ম্যাচ খেলে ৪৯৮ রান সংগ্রহ করেছেন সাকিব। অপরদিকে বল হাতে শিকার ৪৩টি উইকেট। যা টি টোয়েন্টি ফরম্যাটের বিচারে খুব একটা খারাপ কখনোই নয়।





promotional_ad

এবার নতুন দল হায়দ্রাবাদের হয়েও যে নিজেকে প্রমাণ করার প্রাণান্ত চেষ্টা করবেন সাকিব তা নিসন্দেহেই বলা যায়। এদিকে সাকিব ছাড়াও হায়দ্রাবাদ দলটিতে এবার থাকছেন আফগান স্পিন তারকা রশিদ খান।



এই দুই বিশ্বমানের স্পিনার একসাথে একাদশে খেলার সুযোগ পেলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যে থরহরি কম্পমান অবস্থা সৃষ্টি হবে সেটি খুব সহজেই অনুমেয়।




সাকিব, রশিদদের মতো তারকা ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়ে এবারের আসরে যথেষ্ট শক্তিশালী লাইন আপই তৈরি করেছে হায়দ্রাবাদ বলা যায়। আর এই বিষয়টির সাথে একমত সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্সও।




আইপিএল নিলামের পর দল গঠন নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে জোন্স সাকিব আল হাসানকে ক্লাস ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়ে জোন্স বলেন, 'সে আইপিএলে খুব বেশি রান করেনি। কিন্তু সে উইকেট পেয়েছে। তাঁর এখনও নিজেকে প্রমাণ করতে হবে। তবে সে যে একজন ক্লাস ক্রিকেটার এতে কোনো সন্দেহ নেই। সুতরাং বলা যায় এটি বেশ ভালো দল হয়েছে।' 





সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড-


ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার, মনিষ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, দীপক হুদা। সাইদ খলিল আহমেদ, সন্দ্বীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্র্যাথওয়েট, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, থানগারাসু নাটারাজান, শচীন বেবি, বিপুল শর্মা, সাইদ মেহেদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball