promotional_ad

মুস্তাফিজকে কম দামে পেয়ে সন্তুষ্ট জয়াবর্ধনে

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১ তম আসরের জন্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগের আইপিএল আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ফিজকে দলে পেয়ে অনেকটাই উচ্ছ্বসিত মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ লঙ্কান কিংবদন্তী মাহেলা জয়াবর্ধনে। 




তবে ফিজকে পেলেও জয়াবর্ধনে হতাশ হয়েছেন দুই ভারতীয় সাঞ্জু স্যামসন এবং কে এল রাহুলকে দলে ভেড়াতে না পেরে। আইপিএলের নিলাম থেকে তাদের দলে টেনেছে রাজস্থান রয়্যালস এবং রাহুলকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। 





promotional_ad

স্যামসনকে নিতে মোট ৮ কোটি রুপি খরচ করতে হয়েছে রাজস্থান দলটিকে। অপরদিকে রাহুলের পেছনে পাঞ্জাবের খরচ হয়েছে মোট ১১ কোটি রুপি। শুরু থেকেই এই দুই ক্রিকেটারের ওপরে চোখ ছিলো মুম্বাইয়ের। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না তাদের। 




তবে এরপরেও  মুস্তাফিজ, কাইরন পোলার্ড, প্যাট কামিন্সদের মতো তারকাদের দলে ভেড়াতে পেরে খুশি কোচ জয়াবর্ধনে। তিনি বলেন, 'আমি মনে করি না যে খুব বেশি হতাশ হওয়ার কিছু আছে। আমার মতে আমরা পোলার্ড, এভিন লুইস এবং বেন কাটিংকে সুলভ দামেই পেয়েছি।'





মুস্তাফিজকে দলে পাওয়া প্রসঙ্গে লঙ্কান এই কিংবদন্তী বলেছেন, 'তাদের পাশাপাশি ওয়াংখেড়ের উইকেটের কথা বিবেচনায়  ফিজ (মুস্তাফিজ) এবং প্যাট কামিন্সকেও আমরা কমের মধ্যেই পেয়েছি। আমি মোটেই কাউকে নিয়ে হতাশ নই, শুধুমাত্র সাঞ্জু এবং কে এল রাহুল বাদে, তবে তাদের পাওয়াটা যথেষ্ট কঠিন ছিলো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball