promotional_ad

ঐ নতুনের কেতন ওড়ে- এবাদত হোসেন

promotional_ad

২০১৬ সালে সর্বপ্রথম রবি পেসার হান্টের মাধ্যমে লাইম লাইটে উঠে এসেছিলেন সিলেটের সন্তান এবাদত হোসেন। ১৩৯ কিলোমিটার গতিতে বোলিং করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তরুণ। 


নির্বাচকদের সুনজরে আসার পর বিসিবির হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি) দলেও খেলার সুযোগ পান তিনি। এরপর একই বছরের সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সিলেটের হয়ে প্রথমবারের মতো খেলেন এবাদত।


পরবর্তীতে দুর্দান্ত বোলিং কারিশমা দেখিয়ে নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ক্যাম্পের দলেও জায়গা করে নেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬ ম্যাচে ২৮.২৩ গড়ে ১৭ টি উইকেট শিকার করেছেন এবাদত। কাজ করেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথেও।  



promotional_ad

অমিত প্রতিভাসম্পন্ন এই তরুণের জাতীয় দলে খেলাও অনেকেই সময়ের ব্যাপার ধরে নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি। তবে এবাদত এতে দমে যাননি, বরং নিজের বোলিং অ্যাকশন ক্ষুরধার করার প্রক্রিয়া চালিয়ে গেছেন। 


আর এবার তারই প্রমাণ দেখা গেলো চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। এবারের বিপিএলে এবাদত হোসেনকে দলে ভিড়িয়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। তবে দলে নিলেও রংপুরের হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না এবাদত।


অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ৪১তম ম্যাচে রাইডার্সদের একাদশে জায়গা পান তিনি। আর নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন এবাদত। সাকিব আল হাসানের দলটির কাছে ৪৩ রানে পরাজিত হলেও দুর্দান্ত বোলিং করে অনেকেরই নজরে এসেছেন এই তরুণ। 



এদিন ৪ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন এবাদত। আর উইকেট দুটিও ছিলো ঢাকার দুই হার্ডহিটার ব্যাটসম্যান কাইরন পোলার্ড ও জহুরুল ইসলামের। টি টোয়েন্টি ফরম্যাটে বিচারে যথেষ্টই ভালো পারফর্মেন্স বলতে হবে এটিকে।


সুতরাং বলা যায় সুযোগ পেলে আগামীতেও যে নিজেকে যোগ্য প্রমাণ করতে সক্ষম হবেন এই  তরুণ সেটি সহজেই অনুমেয়। হয়তো পর্যায়ক্রমে একদিন জাতীয় দলেও আগুনে বোলিং করতে দেখা যাবে রবি পেসার হান্টের এই আবিষ্কারকে। সেই দৃশ্য দেখার প্রতীক্ষাতেই রইলো গোটা বাংলাদেশ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball