মার্চে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই

ছবি: মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহ

এবার জানা গেছে মার্চে আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হচ্ছে না বুমরাহর। চলতি মাসে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। এর মধ্যে দুটি তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। ২৩ মার্চ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করবে মুম্বাই।
‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
২০ ফেব্রুয়ারি ২৫
এরপর তারা ২৯ মার্চ আহমেদাবাদে খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। আর ৩১ মার্চ ঘরের মাঠ ওয়াংখেড়েতে তারা খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। মুম্বাইয়ের এই তিন ম্যাচে খেলা হচ্ছে না বুমরাহর। এপ্রিলের শুরুতে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

আগামী ৪ এপ্রিল তারা লক্ষৌয়ের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ দিয়ে আইপিএলে প্রত্যাবর্তন হতে পারে বুমরাহর। যদিও বুমরাহ মুম্বাইয়ের হয়ে কবে মাঠে ফিরতে পারবেন এই ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করছে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের ক্লিয়ারেন্সের ওপর।
৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার
২৩ মিনিট আগে
গত ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন পিঠের চোটে পড়েন বুমরাহ। এরপর থেকেই সেরে ওঠার মিশনে নামেন এই পেস তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারগার জানিয়েছিলেন বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ বুমরাহকে কমপক্ষে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছে।
বুমরাহ দ্রুত সেরে উঠবেন ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও তাকে রেখেছিল। তবে ফেব্রুয়ারির শুরুতে নতুন স্ক্যানের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বুমরাহ। এরপর জানানো হয় পিঠের চোটের কারণে অস্বস্তি অনুভব করতে থাকায় তাকে চূড়ান্ত দলে রাখা হয়নি।