promotional_ad

নক আউটে চলে এসেছি, এটা ডু অর ডাই: মেহেদী

বল হাতে ছন্দে আছেন শেখ মেহেদী, ক্রিকফ্রেঞ্জি
গ্লোবাল সুপার লিগ থেকে শিরোপা জিতে ফেরা রংপুর রাইডার্সের বিপিএলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এমন অবস্থায় সবার জানতে চাওয়া এই রংপুরকে থামাবে কে? অথচ সেই রংপুরই যেন জিততে ভুলে যায় টুর্নামেন্টের শেষে এসে।

promotional_ad

চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হারতে হয়েছিল তাদের। ঢাকায় ফিরে সেই রাজশাহীর বিপক্ষে আরও একবার হার। নিজেদের দশম ম্যাচে নুরুল হাসান সোহানরা জিততে পারেনি চিটাগং কিংসের বিপক্ষেও। শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষেও হার দেখেছে রংপুর। টানা চার হারে এক সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর এখন এলিমিনেটরে। 


আরো পড়ুন

শীর্ষ দশে মেহেদী, ৮৫ ধাপ এগোলেন জাকের

২৫ ডিসেম্বর ২৪
সিরিজসেরা শেখ মেহেদী (বামে), শেষ ম্যাচের সেরা জাকের আলী (ডানে), ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা চিটাগং। প্রথম কোয়ালিফায়ারে থাকতে পারলে ফাইনালে যাওয়ার জন্য দুটি সুযোগ পেতো তারা। তবে এখন তাদের ফাইনালে যাওয়াটা তুলনামূলক কঠিন। এলিমিনেটরে তো জিততেই হবে সেই সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারেও জিততে হবে। শেখ মেহেদী জানান, তাদের জন্য ম্যাচগুলো এখন নক আউট এবং ডু অর ডাই।


বসুন্ধরাতে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ মেহেদী বলেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নক আউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।’



promotional_ad

নিজেদের শেষ চার ম্যাচে জিততে না পারলেও ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন বলে জানান মেহেদী। তিনি বলেন, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’


আরো পড়ুন

প্লে অফে কে কার মুখোমুখি হচ্ছে?

১২ ঘন্টা আগে
চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

বিপিএলের সবশেষ দুই আসরে ফাইনালে উঠতে পারেনি রংপুর। ২০২৩ সালে এলিমিনেটরে বরিশালের বিপক্ষে জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বাদ পড়েছিল তারা। গত মৌসুমেও সেই কুমিল্লার কাছে হেরেই ফাইনালে যাওয়া হয়নি তাদের। তবে চলমান আসরে সেই ধারা ভেঙ্গে ফাইনালে যেতে চায় রংপুর। 


মেহেদী বলেন, ‘শেষ দুই বছর আমরা ৩ নম্বর হয়েছি, ফাইনালে উঠতে পারিনি। এ বছর আরও একটা সুযোগ আছে। গত দুই বছরের এটা (বাদ পড়া) ভাঙতে চাই এবার। আমরা ফাইনালে যেতে চাই। ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদের স্থানীয় যে সাতজন আছে, তাদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball