আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা: মিকি আর্থার
ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মিকি আর্থার, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকেটারদের যখন শাসনের দরকার হয় তখন ক্রিকেটারদের শাসন করতেও পিছ পা হন না তিনি। তবে ক্রিকেটারদের কঠিন সময়ে বাবার মতোই আগলে রাখেন তিনি। মূলত এ কারণেই ক্রিকেটারদের কাছে বেশ জনপ্রিয় এই কোচ। বুধবার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আর্থার।
টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে রংপুর
১৭ জানুয়ারি ২৫নিজের কোচিং তরিকা নিয়ে আর্থার বলেন ‘হ্যাঁ, এটা (শাসন) করতেই হয়। খেলোয়াড়দের বলেছি, আমিই হেডমাস্টার, বেস্ট ফ্রেন্ড এবং বাবা। তাই যখন কঠোর হওয়া দরকার আমি কঠোর হবো। যখন ভালোবাসা প্রয়োজন, ভালোবাসা দিব।’
চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে রংপুর। তারা এবারের বিপিএলে টানা ৮ ম্যাচে অপরাজিত। তারা সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছে। আর্থার মনে করেন গ্লোবাল সুপার লিগের পারফরম্যান্স বিপিএলেও তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।
তিনি বলেন, ‘জিএসএলের শিরোপা জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আত্মবিশ্বাস ক্রিকেটে খুব জরুরী। ঐ জয় আমাদের বিপিএলে আত্মবিশ্বাস যোগাচ্ছে। কীভাবে ওরা খেলাটা আরও ভালো খেলবে আমার জন্য তা বুঝতে পারা সহজ হয়েছে।’
বিদেশিদের পারফরম্যান্স নিয়ে আর্থার বলেন, 'বিদেশিরা এসে শুধু টুর্নামেন্টের মান একটু উপরে তুলে। আমার কথাই ধরুন, আমি একজন বিদেশী কোচ। হ্যা আমরা টুর্নামেন্ট জিততে চাই। কিন্তু আমি চাই তরুণ বাংলাদেশি ক্রিকেটাররা উন্নতি করুক। যখন বিদেশীরা আসে, তখন স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের মান বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশি প্লেয়ারদেরও উন্নত করা উচিত। কারণ দিনশেষে, তাদের জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা।'