promotional_ad

ধোনি সঠিক সময়েই নেতৃত্ব ছেড়েছে: ফ্লেমিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের এবারের মৌসুম শুরুর আগের দিন চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়ক এবার নেতৃত্বভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধে। সঠিক সময়েই ধোনি নেতৃত্ব ছেড়েছেন বলে মনে করছেন স্টিফেন ফ্লেমিং।


আইপিএলের জন্মলগ্ন থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তবে বয়স বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও ছাড়তে হবে তাকে। কয়েক মৌসুম ধরেই গুঞ্জন দ্রুতই আইপিএলকে বিদায় বলবেন ধোনি।



promotional_ad

চেন্নাই ছাড়ার আগে নতুন অধিনায়ক তৈরি করে যেতে চান ধোনি। এরই ধারাবাহিকতায় চেন্নাইয়ের নেতৃত্ব রুতুরাজের হাতে হস্তান্তর করেছেন তিনি। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়কের সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক বলছেন ফ্লেমিং।


চেন্নাইয়ের হেড কোচ বলেন, 'এবারের সিদ্ধান্তটা সম্পূর্ণই ধোনির ছিল। ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঠিক সময়েই সে নেতৃত্ব ছেড়েছে। আশা রাখি এমএস (ধোনি) পুরো মৌসুম খেলবে। গত মৌসুমের থেকেও এবার ওর ফিটনেস ভালো জায়গায় রয়েছে। আশা করব এমএস খেলবে এবং ভালো খেলবে।'


'প্রি সিজন দেখে এটা অন্তত পরিষ্কার যে এমএস ভালো করছে। শরীর আগের থেকেও ভালো। গতবারের থেকেও শক্তিশালী দেখাচ্ছে ধোনিকে। হাঁটুও ভালো অবস্থায় রয়েছে। দলের জন্য অবদান রাখার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। ভালো থেকে আরও ভালোর শৃঙ্গে পৌঁছনোর জেদ রয়েছে চিরকালের মতোই। এটা আমাদের জন্য দারুণ খবর।'



২০২২ সালের আইপিএলের আগেও নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি। সেবার চেন্নাইয়ের নেতৃত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও এই অলরাউন্ডার নেতা হিসেবে সুবিধা করতে পারেননি। আট ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যার ছয়টিতেই চেন্নাই হারে। এরপর আবার ধোনি নেতৃত্ব নিয়েছিলেন, পরের আসরে (২০২৩) দলকে শিরোপাও জেতান তিনি।


ফ্লেমিং আরও বলেন, 'গতবার এমএস নেতৃত্ব ছেড়ে দিয়ে আমাদেরও অবাক করে দিয়েছিল। এমএসের এই সিদ্ধান্ত সম্পর্কে আমরা মোটেও অবগত ছিলাম না। কিন্তু এবার আমরা সবটাই জানতাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball