সেরা দুইয়ে থাকার লক্ষ্য রংপুরের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে রংপুর রাইডার্স। ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে নুরুল হাসান সোহান-সাকিব আল হাসানদের।
যদিও শেষ চারে যাওয়ার আগে আরও দুটি ম্যাচ খেলতে হবে রংপুরকে। শেষ দুই ম্যাচে তারা মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই ম্যাচ নিয়েই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে দলটি। রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম জানিয়েছেন সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করাই লক্ষ্য তাদের।

সেরা দুইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ রংপুরের জন্য। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস নিচ্ছে কুমিল্লা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ফরচুন বরিশালও। তাই এই দুটি ম্যাচকে লক্ষ্য করেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছে রংপুর।
এ প্রসঙ্গে সোহেল বলেন, 'আমাদের দুইটা ম্যাচ আছে কুমিল্লার সাথে এবং বরিশালের সাথে। ওই দুই ম্যাচেই নির্ভর করবে এক দুই কে হবে। আমরাও রেসে আছি। আমরা সেরা দুইয়েই শেষ করতে চাই। সেভাবেই আমরা মানসিকভাবে তৈরি হচ্ছি। এক দুটি ম্যাচ আছে। আমাদের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা আছে। আমরা এটা ধরে রাখতে চাই।'
বিপিএলের এবারের আসরে প্রথম ৫ ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। নিয়মিত বোলিং করলেও ব্যাটিং করতে পারেননি স্বাচ্ছন্দ্যে। তবে গত বেশ কয়েকটি ম্যাচে ধারাবাহিকভাবে দারুণ ব্যাটিং করেছেন তিনি। এর ফলে কিছুটা নির্ভার রংপুরও।
সাকিবকে নিয়ে রংপুরের কোচ বলেন, 'সাকিব যখন রান করবে, দলে তার ইম্পেক্ট স্বাভাবিকভাবে বেশি থাকে। সবাই অনেক বেশি অনুপ্রাণিত হয়। ও জানে ওর কখন কী অনুশীলন করতে হবে। সে সেগুলো নিয়েই অনুশীলন করে।'