promotional_ad

টেস্ট ক্রিকেট হোক উইম্বলডনের মতো, চাওয়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

২ জুলাই ২৫
শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ নতুন এক ধারণা দিলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে। আগামীতে টেস্ট ক্রিকেটকে দর্শকের পছন্দের করতে চাইলে এটিকে বার্ষিক টুর্নামেন্টে রূপান্তরিত করতে হবে বলে মতামত দিয়েছেন তিনি।


উদাহরণ হিসেবে টেনিসের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনকে টেনেছেন বাদালে। তার মতে, অল্প সংখ্যক কিছু দেশকে নিয়ে বছরের নির্দিষ্ট কোনও সময়ে আয়োজন করা যেতে পারে টেস্ট টুর্নামেন্ট। তাতে রঙ হারাবে না টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ!


promotional_ad

আদতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে নতুনভাবে জাগরণ হয়েছে টেস্ট ক্রিকেটের। দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা এবং বড়-ছোটো সব দলের ম্যাচেরই গুরুত্ব বেড়ে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে।


আরো পড়ুন

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

২০ মে ২৫
বিসিসিআই

যদিও আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছে ক্রিকেটারদের মালিকানা। অর্থাৎ কোনও খেলোয়াড়কে সারা বছরের জন্য কিনে নিতে চাচ্ছে তারা। এমনটা হলে নিজ দেশের হয়ে খেলার আগে ফ্র্যাঞ্চাইজির অনুমতি লাগবে ক্রিকেটারদের! আর ঠিক এই সময়ে বাদালে জানিয়েছেন টেস্ট ক্রিকেট নিয়ে নিজ ভাবনার কথা!


তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটকে কার্যকর করে তুলতে এটাকে ইভেন্টের চেয়ে বেশি কিছু হিসেবে তৈরি করতে হবে। প্রতিবছর একই সময়ে, অল্প কিছু দেশ যারা সত্যিকারভাবেই পারে, তাদের মধ্যে খেলা হওয়া উচিত; যেখানে লর্ডস হবে উইম্বলডনের মতো, ইভেন্ট হবে মনে রাখার মতো।’


বাদালের মতে, ভবিষ্যতের দর্শকরা টেস্ট ক্রিকেটকে সেভাবে গ্রহণ করবে না। অল্প বয়সী দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এমনটা বলেছেন বলে জানিয়েছেন তিনি।


বাদালে আরও বলেন, 'গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শকেরা ভবিষ্যতে কী দেখতে চায়? তাদের কষ্টের আয় কোথায় খরচ করবে? আমি টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছি, এখনো এ সংস্করণ পছন্দ করি। কিন্তু ব্যাপারটা তো আমার নয়। ভারত বা ভারতের বাইরের ১০-১৫ বছর বয়সী দর্শক কী ভাবছে, সেটিই এখানে দেখার বিষয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball