promotional_ad

শঙ্কর-মিলারের ঝড়ো ইনিংসে কলকাতাকে হারাল গুজরাট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

গুজরাট টাইটান্সের বোলারদের তুলোধোনা করে ঝড়ো ইনিংস খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তাতে ভর করেই কলকাতা সংগ্রহ করেছিল ১৭৮ রান। বড় সংগ্রহ তাড়া করতে নেমে কলকাতার বোলারদের যেন পাওনা মিটিয়ে দিয়েছেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার।


এই দুজনের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে গুজরাট। এর মধ্যে বরুণ চক্রবর্তীর এক ওভারেই শঙ্কর নিয়েছেন ১৯ রান। শেষ পর্যন্ত ২৪ বলে ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শঙ্কর। মিলার অপরাজিত ছিলেন ১৮ বলে ৩২ রান করে। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। দুজনে মিলে যোগ করেন ৪১ রান। ঋদ্ধিমান ১০ বলে ১০ রান করে ফিরলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ইনিংস টানেন গিল। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন আরও ৫০ রান।


promotional_ad

হার্দিক ফিরেছেন ২০ বলে ২৬ রান করে। গিল পুড়েছেন ১ রানের আক্ষেপে। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৯ রান। দুই সেট ব্যাটার ফিরে যাওয়ার পর গুজরাটের ইনিংস গড়ার দায়িত্ব পান মিলার ও শঙ্কর। তারা শেষ পর্যন্ত ঝড়ো ব্যাটিং করে গুজরাটকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।


আরো পড়ুন

ঘরের মাঠে গুজরাটের কাছে পাত্তাই পেল না কলকাতা

২২ এপ্রিল ২৫
উইকেট উদযাপনে ব্যস্ত গুজরাটের ক্রিকেটাররা, আইপিএল

পিঠের চোটের কারণে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে পারেননি জেসন রয়। তার পরিবর্তে কলকাতার একাদশে জায়গা পান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। বেশ কয়েক ম্যাচ বাইরে থাকার পর পাওয়া এই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি।


টসে হেরে ব্যাট করতে নেমে গুরবাজ ও নারায়ণ জগদিশান মিলে দারুণ শুরু এনে দেন কলকাতাকে। শুরু থেকেই তারা ঝড়ো ব্যাটিং করতে থাকেন। যদিও ১৫ বলে ১৯ রান করে আউট হয়েছেন জগদিশান। তিন নম্বরে নামানো হয়েছিল শার্দুল ঠাকুরকে।


অবশ্য প্রমোশন পেয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। ফিরেছেন মাত্র ৪ রান করে। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর প্রায় একাই কলকাতার ইনিংস টেনেছেন গুরবাজ। মাঝে তাকে সঙ্গ দিতে এসে ভেঙ্কাটেস আইয়ার ফেরেন ১৪ বলে ১১ রান করে। অধিনায়ক নিতিশ রানার ব্যাট থেকে আসে ৩ বলে ৪ রান।


গুরবাজ ফিরেছেন ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলে। ৭ ছক্কার আর ৫ চারে নিজের ইনিংস সাজান এই আফগান ব্যাটার। শেষর দিকে রিঙ্কু সিংয়ের ২০ বলে ১৯ ও আন্দ্রে রাসেলের ১৯ বলে ৩৪ রানে বড় পুঁজি পায় কলকাতা। গুজরাটের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট পেয়েছেন নূর আহমেদ ও জসুয়া লিটল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball