কলকাতার প্রতি কৃতজ্ঞ রাসেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে তারা ৮ ম্যাচ খেলে ফেলেছে, জয় পেয়েছে মাত্র তিনটিতে। সেরা ফর্মে নেই দলটির প্রাণভোমরা আন্দ্রে রাসেলও। সবগুলো ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে কেবল ১০৮ রান।
সেই সঙ্গে বল হাতে নিতে পেরেছেন কেবল ৫ উইকেট। অবশ্য তার ওপর আস্থা হারায়নি দলটি। ২৯ এপ্রিল রাসেলের ৩৫তম জন্মদিন। এই বিশেষ দিনে রাসেলকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে কলকাতা। সেখানে রাসেল দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, 'কয়েক বছর আগে আমি যখন হাঁটুর সমস্যায় ভুগছিলাম, তখন কেকেআর আমাকে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি এমনকী আমার জাতীয় দলও আমার উপর এতটা দায়বদ্ধতা দেখায়নি।'
তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট
২২ এপ্রিল ২৫
২০১৪ সাল থেকেই কলকাতার হয়ে খেলছেন। রাসেল তার সেরা ফর্মে ছিলেন ২০১৯ আইপিএলে। সেবার ব্যাট হাতে ৫১০ রান করেছিলেন তিনি। দলটির সঙ্গে থাকতে পেরে দারুণ আনন্দিত রাসেল। ৯ বছর ধরে দলটির সঙ্গে সম্পর্ক রাসেলের। আইপিএল না থাকলেও কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
এ প্রসঙ্গে রাসেল বলেন, 'আমি এখানে থাকতে পেরে খুব খুশি। আমি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছি না। আমি এই নিয়ে কলকাতায় ৯ বছর আইপিএল খেলছি। টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব খুশি।'
'এই ৯ বছরে আমি অনেকের সংস্পর্শে এসেছি। এই ৯ বছরে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। যখন আইপিএল চলে না সেই সময়ও আমি ভেঙ্কি মাইসোরের সঙ্গে যোগাযোগ রাখি। আমি ওকে অনেক সম্মান করি।'