রিংকুর ছক্কা মারার প্রবনতায় বিরক্ত যুবরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যাটট্রিক হারে বিপদে আছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার একাদশে ৪ পরিবর্তন এনেও দল হেরেছে বাজে ভাবে। দিল্লী ক্যাপিটালের বিপক্ষে ১২৭ রানে গুটিয়ে গিয়ে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে নিরিশ রানার দল।
এদিকে কলকাতার টানা হারের পেছনে বড় দায় ব্যাটারদের। বিশেষ করে গেল ম্যাচে দলকে ডুবিয়েছে ব্যাটাররাই। যে কারণে সমালোচনাও শুনতে হচ্ছে পুরো কেকেআর শিবিরকে। তবে রিঙ্কু সিং ও মন্দিপ সিংকে নিয়ে বাড়তি সমালোচনা করেছেন যুবরাজ সিং।

শেষ ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর কীর্তি আছে রিংকুর। কিন্তু গেল ম্যাচে তার ঝুঁকিপূর্ণ ব্যাটিংই উঠেছে কাঠগড়ায়। যুবরাজের মতে, রিংকুর উচিৎ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দেখেশুনে খেলার অভ্যাসটাও গড়ে তোলা। নাহলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হতে পারে এই ক্রিকেটারকে।
যুবরাজের এমন মনোভাব পোষণের অবশ্য যৌক্তিক কারণ আছে। দিল্লীর বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল কলকাতার ব্যাটিং লাইনআপ। ৬ নম্বরে নেমে রিংকু দেখেশুনে খেলার পথে হাঁটেননি। ৮ বলে ৬ রান করে যখন বিদায় নেন তখন কলকাতার বিপদ আরও ঘনীভূত হয়।
মনদীপও ১১ বলে ১২ রান করে বিদায় নেন দ্রুত রান তোলার মানসিকতা দেখিয়ে। অথচ দুজনের যেকোনো একজন উইকেটে টিকে থাকলে অপর প্রান্তে থাকা জেসন রয় সমর্থন পেতেন। যুবরাজ বলেন, 'মনদীপ ও রিংকুর ব্যাটিং ভালো লাগেনি। এই পরিস্থিতিতে এভাবে খেলা ঠিক হয়নি। আপনি যতই আত্মবিশ্বাসী হন না কেন, কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকিমুক্ত থেকে ব্যাটিং করতে হয়। ওদের উচিৎ ছিল ভালো একটি জুটি গড়ার চেষ্টা করা।'
এই দুই ব্যাটারের বাজে শট খেলে বিদায় নেন ইনিংসের মাঝপথে। ইনিংসের বাকি অর্ধেকটায় তাই কলকাতা অসহায় হয়ে পড়েছিল। যুবরাজ বলেন, 'দল যখন পরপর উইকেট হারাচ্ছে তখন ওদের অন্তত একজনের উচিৎ ছিল উইকেটে টিকে থাকা, ধরে খেলা। মাঠায় রাখা দরকার ছিল যে পরে দ্রুত রান তোলার জন্য রাসেল আছে।'