promotional_ad

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি

১৪ ঘন্টা আগে
আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম ম্যাচেই হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। তারা পাঞ্জাব কিংসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানের ব্যবধানে হেরেছে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯১ রান তুলেছিল পাঞ্জাব। কিন্তু বৃষ্টি বাঁধায় কলকাতা ব্যাট করতে পারে কেবল ১৬ ওভার। তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৬ রান। এরপর আর মাঠে নামতে পারেনি তারা।


বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। মাত্র ২ রান করে ফিরে যান মানদীপ সিং। অনুকূল রায় আউট হন ৪ রান করে। রহমানউল্লাহ গুরবাজ শুরু থেকে ঝড়ো ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ফেরেন ১৬ বলে ২২ রান করে।


promotional_ad

এরপর রিঙ্কু সিং ৪ রান করে ফিরলে বিপদে পড়ে কলকাতা। এই সময় দলটির হাল ধরেন ভেঙ্কাটেস আইয়ার ও আন্দ্রে রাসেল। এই দুজনে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৫০ রান। রাসেল ১৯ বলে ৩৫ করে ফিরে যাওয়ার পর টিকতে পারেননি আয়ারও।


আরো পড়ুন

‘আমাদের দুর্ভাগ্য যে একসঙ্গে তিন-চার জন ক্রিকেটারের ফর্ম খারাপ ছিল’

২৬ মে ২৫
কলকাতার জার্সিতে আজিঙ্কা রাহানে, আইপিএল

তিনি আউট হন ২৮ বলে ৩৪ রান করে। সেট দুই ব্যাটার ফেরার পর রান বাড়ানোর দায়িত্ব পড়ে শার্দুল ঠাকুর ও সুনীল নারিনের কাঁধে। যদিও তাদের সংগ্রহ যখন ৭ উইকেটে ১৪৬ রান তখনই হানা দেয় বৃষ্টি। সে সময় শার্দুল ৮ ও নারিন ৭ রান করে অপরাজিত থাকেন।


এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি পাঞ্জাব। ওপেনার প্রাভসিমরাং সিং আউট হয়েছেন মাত্র ২ রান করে। যদিও দ্বিতীয় উইকেটে ভানুকা রাজাপাকশেকে নিয়ে ৮৬ রান যোগ করে পাঞ্জাবের বিপর্যয় সামাল দেন শিখর ধাওয়ান।


পাঞ্জাব অধিনায়ক দেখে শুনে খেললেও অন্যপ্রান্তে ঝড় তুলেছিলেন ভানুকা। তিনি ঝড়ের বেগে ৩২ বলে ৫০ রান করে আউট হন। ধাওয়ান ফিরেছেন ২৯ বলে ৪০ রান করে। এরপর জিতেশ শর্মার ১১ বলে ২১ ও সিকান্দার রাজার ১৩ বলে ১৬ রান করে পাঞ্জাবের রানের চাকা সচল রেখেছেন।


শেষদিকে স্যাম কারানের ১৭ বলে ২৬ ও শাহরুখ খানের ৭ বলে ১১ রানে ভর করে ১৯১ রানের বিশাল পুঁজি পায় পাঞ্জাব। কলকাতার হয়ে ২টি উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball