ইশান কিশানের সফলতার নেপথ্যের কারণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের অন্যতম সম্ভাবনাময় তরুণ ব্যাটসম্যান ইশান কিশান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার। ১১ ম্যাচ খেলে এরই মধ্যে ৩৯৫ রান করেছেন তিনি।
সর্বশেষ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় মুম্বাই। এই ম্যাচে ৮ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৭২ রানের ঝড়ো এক ইনিংস খেলেন ইশান। সেই ম্যাচ শেষে তরুণ এই ব্যাটসম্যান জানিয়েছেন এবারের আইপিএলে সফল হওয়ার নেপথ্যের কারণ।

ইশান বলেন, 'অনেক অনুশীলন করেছি। নিজের সঙ্গে কথা বলেছি এবং নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে কাজ করেছি। আমরা কীভাবে একজন নির্দিষ্ট ব্যাটসম্যানের বিপক্ষে একটা দল পরিকল্পনা করে সেটা নিয়ে কথা বলেছি। আমি এই টুর্নামেন্টের আগে অফ সাইড নিয়ে কাজ করেছি।'
ছক্কা হাঁকানোতে আলাদা খ্যাতি আছে ইশানের। এর পেছনে দুজনকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যাদের মধ্যে একজন হলেন তাঁর জন্মদাত্রী মা এবং আরেকজন মুম্বাইয়ের ফিল্ডিং কোচ পল চাপম্যান।
এই প্রসঙ্গে ইশান বলেন, 'আমি ছক্কা মারার শক্তিটা মার কাছে থেকে পাই। তিনি আমার জন্য যেসব খাবার রান্না করেন, তার জন্য ধন্যবাদ। এরপর পল চাপম্যান আছে, তার অনুশীলন কঠিন কিন্তু এটা আমাকে শক্তি যোগায়।'
নিজের সামর্থ্যের জানান দিলেও এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি ২২ বছর বয়সী ইশান কিশানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪ ম্যাচে ৩৭.৫৩ গড়ে ২ হাজার ৬৬৫ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ৫টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।